shono
Advertisement

দৃষ্টিহীন বিএসএফ কর্তা ও তাঁর স্ত্রীর প্রেমকাহিনি শুনে আবেগতাড়িত রাজনাথ

"দেশপ্রেমই সন্দীপ ও ইন্দ্রাক্ষীকে একে অপরের সঙ্গে আজীবন জুড়ে রাখবে৷" The post দৃষ্টিহীন বিএসএফ কর্তা ও তাঁর স্ত্রীর প্রেমকাহিনি শুনে আবেগতাড়িত রাজনাথ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:41 PM Mar 25, 2017Updated: 02:11 PM Mar 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে সাধারণত এতটা আবেগতাড়িত হতে দেখা যায় না! স্পষ্টবক্তা, কড়া হাতে প্রশাসন সামলানোতে দক্ষ সেই রাজনাথ সিংই শনিবার এক দৃষ্টিহীন বিএসএফ কর্তার বাড়িতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন৷

Advertisement

[হাওয়ালায় যুক্ত কেজরি, দিল্লিবাসীর টাকায় বিজ্ঞাপন কলকাতায়: শাহ]

২০০০ সালে এক হামলায় দৃষ্টিশক্তি হারান বিএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট সন্দীপ মিশ্র৷ চোখে দেখতে পান না জেনেও তাঁকে বিয়ে করেন ইন্দ্রাক্ষীদেবী৷ এদিন তাঁদের বাড়িতেই মধ্যাহ্নভোজে যান রাজনাথ সিং৷ তাঁদের প্রেমকাহিনী শুনে অভিভূত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী৷ বলেন, “ইন্দ্রাক্ষীদেবী জানতেন সন্দীপ মিশ্র দৃষ্টিশক্তি হারিয়েছেন৷ তবু তিনি শপথ নেন, স্বামীকে শক্তি দেবেন৷ তাঁকে সাহস জোগাবেন৷ ওঁদের দু’জনের প্রশংসা শেষ করব কীভাবে?”

পরে স্বরাষ্ট্রমন্ত্রী টুইটও করেন, “দেশপ্রেমই সন্দীপ ও ইন্দ্রাক্ষীকে একে অপরের সঙ্গে আজীবন জুড়ে রাখবে৷ তেকানপুরে ওঁদের বাড়িতে মধ্যাহ্নভোজ করে আমি অভিভূত৷”

এদিন তেকানপুরে বিএসএফ-এর ইউনিট ঘুরে দেখেন রাজনাথ সিং৷ সেখানে তিনি বলেন, “দেশের কোনও মানুষই একথা অস্বীকার করবেন না যে বিএসএফ এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ও যশস্বী বাহিনী৷ জল, স্থল ও আকাশে- তিন জায়গাতেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে বিএসএফ৷ অনেকে বিএসএফ-কে ‘ফার্স্ট লাইন অফ ডিফেন্স’ বলেন, কিন্তু আমি বলি, বিএসফ হল ‘ফার্স্ট ওয়াল অফ ডিফেন্স৷’

দেখুন ভিডিও:

BSF @BSF_India is not only the ‘First Line of Defence’ but also the ‘First Wall of Defence’ pic.twitter.com/bdEJjj3QoB

— Rajnath Singh (@rajnathsingh) March 25, 2017

[যেখানে প্রয়োজন পড়বে, হাত তুলব: শিব সেনা সাংসদ]

পাশাপাশি, এদিনই ৫১ বছরে প্রথম বিএসএফ পেল তাদের প্রথম মহিলা ফিল্ড অফিসার৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার তেকানপুরে তনুশ্রী পারিককে অভিনন্দন জানান রাজনাথ সিং৷ গতবছর থেকে পারিকের প্রশিক্ষণ শুরু হয়৷

कठिन और विपरीत परिस्तिथियों में काम करने के बावजूद सीमा सुरक्षा बल के जवानों के जज़्बे में कोई कमी नहीं है। मझे इन पर गर्व है @BSF_India pic.twitter.com/5y0BLrmJqm

— Rajnath Singh (@rajnathsingh) March 25, 2017

The post দৃষ্টিহীন বিএসএফ কর্তা ও তাঁর স্ত্রীর প্রেমকাহিনি শুনে আবেগতাড়িত রাজনাথ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement