shono
Advertisement

Breaking News

RBI

১০০, ২০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণা RBI-এর

সমস্ত ব্যাঙ্ককে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
Published By: Biswadip DeyPosted: 04:19 PM Apr 29, 2025Updated: 04:19 PM Apr 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএম থেকে টাকা তুলতে গেলে 'ছোট' নোট অনেক সময়ই মেলে না। ফলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। কিন্তু এবার সম্ভবত সেই সমস্যা মিটতে চলেছে। সোমবারই সমস্ত ব্যাঙ্ককে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্কের এই নির্দেশের পর মনে করা হচ্ছে, এবার হয়তো ছবিটা বদলাবে।

Advertisement

ঠিক কী জানিয়েছে আরবিআই? যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে ১০০ ও ২০০ টাকার নোট এটিএমে যাতে ঠিকমতো লভ্য থাকে সেবিষয়ে পদক্ষেপ করতে। এর জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৫। ওই সময়ের মধ্যে দেশের প্রতিটি এটিএমের অন্তত ৭৫ শতাংশের ক্ষেত্রে ন্যূনতম একটি ক্যাসেটে ১০০ ও ২০০ টাকার নোট রাখতে হবে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে তা ৯০ শতাংশ এটিএমের ক্ষেত্রে লভ্য হতে হবে।

এদিকে আগামী মাস থেকে বাড়বে এটিএম থেকে টাকা তোলার খরচ। তবে সেটা 'ফ্রি ট্র্যানজাকশন লিমিট' পেরনোর পরই। এতদিন পর্যন্ত সেই লিমিট পেরলে প্রতিটি লেনদেনে ২১ টাকা খরচ গুনতে হয়। এখন তা আরও বেড়ে হবে ২৩ টাকা। যাঁরা সারা মাসে বহুবার এটিএম থেকে টাকা তোলেন, তাঁদের ক্ষেত্রে এই খরচ বৃদ্ধি সমস্যা সৃষ্টি করবে, তা বলাই যায়।

এছাড়া ব্যাঙ্ক জালিয়াতি রুখতে ব্যাঙ্কগুলি পজিটিভ পে সিস্টেম চালু করেছে সম্প্রতি। এর ফলে ৫০,০০০ টাকার বেশি মূল্যের চেক ইস্যু করার ক্ষেত্রে গ্রাহকদের চেক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। পরে ওই তথ্য সঠিক কিনা ব্যাঙ্ক যাচাই করবে। যদি কোনও অসঙ্গতি পাওয়া যায়, তবে চেক বাতিল করা হতে পারে। এছাড়াও, ডিজিটাল লেনদেন সুরক্ষিত রাখার জন্য টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন আরও শক্তিশালী করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এটিএম থেকে টাকা তুলতে গেলে 'ছোট' নোট অনেক সময়ই মেলে না। ফলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের।
  • কিন্তু এবার সম্ভবত সেই সমস্যা মিটতে চলেছে।
  • সোমবারই সমস্ত ব্যাঙ্ককে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে আরবিআই।
Advertisement