shono
Advertisement

পাকিস্তান নিয়ে কার্গিল শহিদ কন্যার মন্তব্যের সমালোচনা শেহবাগের

পাকিস্তান নয়, যুদ্ধ তাঁর বাবাকে খুন করেছে৷ প্ল্যাকার্ডে মন্তব্য করেছিলেন গুরমেহর কৌর৷   The post পাকিস্তান নিয়ে কার্গিল শহিদ কন্যার মন্তব্যের সমালোচনা শেহবাগের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:54 PM Feb 27, 2017Updated: 09:24 AM Feb 27, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ৷ আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে খবরের শিরোনামে গুরমেহর কৌর৷ কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন মনদীপ কৌরের কন্যা গুরমেহর৷ দিল্লির রামজস কলেজে এভিবিপির তাণ্ডবের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি৷ কেউ সমর্থন জানিয়েছেন, কেউ দিয়েছেন ধর্ষণের হুমকি৷ এবারে নতুন করে বিতর্কে জড়ালেন তিনি৷ বর্তমান প্রতিবাদের জন্য নয়, মাস খানেক আগে একটি প্ল্যাকার্ডের সৌজন্যে৷ এই নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলেন গুরমেহর৷ যাতে তিনি লিখেছিলেন, পাকিস্তান নয়, যুদ্ধ তাঁর বাবাকে খুন করেছে৷

Advertisement

মহিষের দাম উঠল ৯.২৫ কোটি টাকা, কেন জানেন?

এই ভিডিওর সৌজন্যেই সমালোচনার পাত্রী হয়েছেন গুরমেহর৷ আর গুরুমেহরের সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও৷ টুইটারে নিজের একটি ছবি আপলোড করেছেন শেহবাগ৷ যাতে তিনি লিখেছেন, ট্রিপল সেঞ্চুরি তিনি করেননি, তাঁর ব্যাট করেছে৷ শেহবাগের এই বক্তব্যের সমর্থন করেছেন আরও এক সেলিব্রিটি৷ রণদীপ হুডা৷

জাকির নায়েককে ফের তলব ইডির, এই নিয়ে চতুর্থবার

তবে প্রাক্তন ক্রিকেটারের এই বার্তায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে টুইট মহলে৷ অনেকে পাশে দাঁড়িয়েছেন গুরমেহরের৷ অনেকে আবার শেহবাগের মতোই ব্যঙ্গাত্মক টুইট করেছেন দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রীকে৷

যৌনাঙ্গে লাথি মেরে এইচআইভি আক্রান্ত স্বামীকে হত্যা করল স্ত্রী

The post পাকিস্তান নিয়ে কার্গিল শহিদ কন্যার মন্তব্যের সমালোচনা শেহবাগের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement