shono
Advertisement

Breaking News

জানেন, কেন শ্রীকৃষ্ণের ১৬,১০৮ জন স্ত্রী ছিলেন?

পৌরাণিক এই তথ্যটি আগে জানতেন? The post জানেন, কেন শ্রীকৃষ্ণের ১৬,১০৮ জন স্ত্রী ছিলেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:35 PM Jun 07, 2017Updated: 08:27 AM Jun 07, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্ত্যে দেবতার সম্মান পান তিনি৷ অস্ত্র ধারণ না করেই একটা গোটা মহাযুদ্ধের গতিপ্রকৃতি পাল্টে দিয়েছিলেন৷ অর্জুনকে দিয়েছিলেন মাহমূল্যবান গীতার জ্ঞান৷ সেই জ্ঞানের আলোয় আলোকিত আজকের প্রজন্মও৷ এত কিছুর পরও অনেকের যুক্তিতে সমালোচনার পাত্র দ্বারকাধীশ৷ কিছুদিন আগেই এমনই এক বিতর্কিত মন্তব্য করে বসেন আইনজীবী প্রশান্ত ভূষণ৷ তিনি বলেন, শ্রীকৃষ্ণের মতো ব্যক্তিত্বকে গোপীদের ‘টিজ’ করতে দেখেই আমরা বড় হয়েছি৷ সাম্প্রতিক অ্যান্টি রোমিও স্কোয়াডের যুক্তি অনুযায়ী তা অপরাধের বিষয়৷ এই মন্তব্যের জেরেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় বর্ষীয়ান আইনজীবীকে৷ বিভিন্ন মহলে সমালোচনার জেরে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি৷

Advertisement

 

[ফসল বাঁচাতে বন্যপ্রাণী নিধনে কি ছাড়পত্র দিচ্ছে কেন্দ্র ?]

কিন্তু সেই বিতর্কের রেশ এখনও চলছে৷ প্রশান্ত ভূষণের সমালোচনা করতে গিয়ে শ্রীকৃষ্ণের ১৬,১০৮ স্ত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম৷ এই প্রসঙ্গে ভাগবত পুরাণের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে৷ ওই সংস্থার দাবি, ভগবান বিষ্ণুর এই অবতার আসলে সমাজে নারীর সম্মান রক্ষা করতেই বহু বিবাহ করেছেন৷ আদতে রুক্মিনী, সত্যভামা-সহ শ্রীকৃষ্ণের মোট আটজন স্ত্রী ছিলেন৷ কিন্তু সে সময় নরকাসুর নামে এক অসুর হঠাৎ ১৬,১০০ জন অবিবাহিত যুবতীকে অপহরণ করে নেয় এবং সকলকে নিজের যৌনদাসী করে রেখে দেয়৷ খবর যখন বাসুদেবের কাছে পৌঁছয়, নরকাসুরকে যুদ্ধে বধ করে যুবতীদের উদ্ধার করে আনেন তিনি৷ কিন্তু সে সময়ের সমাজ ওই যুবতীদের ফের মর্যাদা দিয়ে গ্রহণ করতে অস্বীকার করে৷ অপমানের জ্বালা সইতে না পেরে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন যুবতীরা৷ তখন তাঁদের সামাজিক স্বীকৃতি দিতেই সকলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ৷

[অনলাইনেই পাতা যৌনচক্রের ফাঁদ, পা দিচ্ছে ভারতীয় ছাত্রীরা]

রাসলীলা নিয়েও শ্রীকৃষ্ণের সমালোচনা কম-বেশি হয়ে থাকে৷ এই প্রসঙ্গে ওই সংবাদ মাধ্যমের দাবি, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন তখন তাঁর বয়স ছিল মাত্র ১০৷ সেই বয়সের এক বালকের খুনসুটিকে কখনও ইভটিজিংয়ের নাম দেওয়া যায় না৷ আর মথুরায় আসার পর কোনওদিন বৃন্দাবনে ফিরে যাননি মধুসূদন৷ তাই তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় রটনা লোকশ্রুতির ফল বলেই দাবি বেসরকারি সংস্থার৷

[শুধু পরকীয়া নয়, অনুপম খুনের নেপথ্যে অন্য স্বার্থ ছিল মনুয়ার]

The post জানেন, কেন শ্রীকৃষ্ণের ১৬,১০৮ জন স্ত্রী ছিলেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement