সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান খুব খারাপ প্রতিবেশী। নাম না করে এভাবেই পড়শি দেশকে আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "খারাপ প্রতিবেশীরা যখন জঙ্গিদের মদত দিচ্ছে তখন ভারতেরও অধিকার আছে নিজের দেশকে রক্ষা করার। ভারতীয় নদীর জল ব্যবহারের অনুরোধ করাও উচিত না প্রতিবেশীদের।"
পহেলগাঁও হামলার পরই নয়াদিল্লি ঘোষণা করে, ভারত সিন্ধু জলচুক্তি মানবে না। তখন থেকেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। এর মধ্যে আবার চন্দ্রভাগা নদীর উপর দুলহস্তী স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে মোদি সরকার। যা নিয়ে ফের পাক বিদেশমন্ত্রক বলছে, ‘সিন্ধুচুক্তি ভঙ্গ করে এভাবে একক দখলদারি মানব না।’ এবার সেই ইস্যুতেই নাম না করে পাকিস্তানকে তুলোধোনা করলেন জয়শংকর।
আইআইটি মাদ্রাজে বক্তব্য রাখতে গিয়ে জয়শংকর বলেন, "আমরা কী পদক্ষেপ করব সেটা একেবারে আমাদের সিদ্ধান্ত। আমাদের কী করা উচিত বা উচিত নয়, সেটা নিয়ে কেউ কিছু বলতে পারে না। আমাদের সুরক্ষার জন্য যা দরকার তাই করব আমরা। যদি কোনও দেশ ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন ধরে অনুতাপহীনভাবে সন্ত্রাস চালিয়ে যায়, তাহলে আমাদেরও দেশের নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে। সেই অধিকার আমরা প্রয়োগ করবই।"
চন্দ্রভাগার জলবন্টন ইস্যুতেই পাকিস্তানকে সটান খারাপ প্রতিবেশী বলে দিয়েছেন জয়শংকর। তাঁর কথায়, বহু বছর আগে জলবন্টন নিয়ে দুই দেশ সহমত ছিল। কিন্তু দশকের পর দশক ধরে সন্ত্রাস চলে আসার পর আর তাদের ভালো প্রতিবেশী বলা যায় না। যদি প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক না থাকে তাহলে তো আর প্রতিবেশীর থেকে সাহায্য মেলে না। বিদেশমন্ত্রী সাফ বলেন, "তুমি জল চাইছ আমার থেকে কিন্তু আমার বিরুদ্ধেই সন্ত্রাস চালিয়ে যাবে, সেটা তো হবে না।" অর্থাৎ জলবন্টন নীতি নিয়ে ভারত কোনওভাবে আপোস করবে না। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, বর্তমান বাংলাদেশে যেভাবে মৌলবাদীদের রমরমা বাড়ছে, সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশকেও কি খারাপ প্রতিবেশী বললেন জয়শংকর?
