shono
Advertisement
CM Nitish Kumar

দেড় কোটির ফ্ল্যাট, ১১ লক্ষের গাড়ি! 'স্বচ্ছতার' লক্ষ্যে সম্পত্তির হিসেব দিলেন নীতীশ

আর কী কী সম্পত্তি রয়েছে নীতীশের?
Published By: Amit Kumar DasPosted: 01:36 PM Jan 02, 2026Updated: 02:15 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার সরকারের স্বচ্ছতার পদক্ষেপের অংশ হিসাবে নিজের সম্পদের বিবরণ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ৩১ ডিসেম্বর তাঁর মন্ত্রিসভার সদস্যদের সম্পদের তথ্য প্রকাশ করার পর এখন বিহারে এটাই আলোচনার বিষয়।

Advertisement

প্রকাশিত তথ্য অনুসারে, নীতীশ কুমারের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) পাটনা সচিবালয়ের অ্যাকাউন্টে ২৭,২১৭ টাকা, দিল্লির এসবিআই সংসদ ভবনের অ্যাকাউন্টে ৩,৩৫৮ টাকা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) বোরিং রোড শাখার অ্যাকাউন্টে ২৭,১৯১ টাকা রয়েছে। আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর একটি ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি রয়েছে। যার মূল্য ১১,৩২,৭৫৩ টাকা। তাঁর প্রায় ২.০৩ লক্ষ টাকার গয়না রয়েছে। মোট অস্থাবর সম্পত্তির মূল্য ১৭,৬৬,১৯৬ টাকা। নীতীশ কুমার দ্বারকার সংসদ বিহার সমবায় আবাসন সমিতিতে একটি ফ্ল্যাটেরও মালিক। যার বর্তমান বাজার মূল্য ১.৪৮ কোটি টাকা।

সংবাদ সংস্থার খবর, মুখ্যমন্ত্রীর মতোই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি নগদ ১.৩৫ লক্ষ টাকার সম্পদের হিসাব ঘোষণা করেছেন। যেখানে তাঁর স্ত্রীর নগদ ৩৫,০০০ টাকা রয়েছে। তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার সঞ্চয় রয়েছে। যার মধ্যে রয়েছে তাঁর এসবিআই অ্যাকাউন্টে ১৫,৩৫,৭৮৯ টাকা এবং এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০৯,৬৮৮ টাকা। তিনি বন্ড এবং শেয়ারেও বিনিয়োগ করেছেন। ব্যাঙ্ক আমানতও তাঁর স্ত্রী, কন্যা এবং পুত্রের নামে রয়েছে। আর এর পরেই নীতীশ মন্ত্রিসভার অন্য সদস্যরা তাঁদের সম্পদের হিসাব পেশ করেন। সেখানে অনেকের আবার আগ্নেয়াস্ত্র আছে বলে জানা গিয়েছে। যেমন, গাড়ি-বাড়ির মধ্যেই সম্রাট চৌধুরির কাছে ৪ লক্ষ টাকা দামের একটি এনপি বোর রাইফেল এবং ২ লক্ষ টাকা দামের একটি রিভলভার আছে। যা তাঁর বাবার দেওয়া।

আবার বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের ৫২,০০০ টাকা মূল্যের একটি রাইফেল, ২৪০ গ্রাম সোনা এবং একটি টাটা সাফারি গাড়ি রয়েছে। তাঁর এসবিআই পাটনা অ্যাকাউন্টে ১,০১,৬৬,৬৬০ টাকা রয়েছে, পিএনবি আর কে অ্যাভিনিউয়ের অ্যাকাউন্টে ১৮,৮৩,৪১৫.১৮ টাকা রয়েছে। তাঁর ৫৯,০০০ টাকা নগদ রয়েছে। আর এক উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা তাঁর ৮৮,৫৬০ টাকা নগদ এবং ৫৫ লক্ষ টাকারও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা থাকার কথা ঘোষণা করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিহার সরকারের স্বচ্ছতার পদক্ষেপের অংশ হিসাবে নিজের সম্পদের বিবরণ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
  • ৩১ ডিসেম্বর তাঁর মন্ত্রিসভার সদস্যদের সম্পদের তথ্য প্রকাশ করার পর এখন বিহারে এটাই আলোচনার বিষয়।
  • নীতীশ কুমার দ্বারকার সংসদ বিহার সমবায় আবাসন সমিতিতে একটি ফ্ল্যাটেরও মালিক।
Advertisement