সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে বেঘোরে মৃত্যু। বিয়ের আসরে মজার ছলে গুলি ছোড়া চলছিল। রীতি অনুযায়ী শূন্যে গুলি ছোড়ার কথা। যদিও তেমনটা হল না। পিস্তলের নল উঁচু করতে ভুলে গেলেন যুবক! ফলে আনন্দের আসরে আচমকা বিষাদের কালো ছায়া নামল। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল সরপঞ্চের স্বামীর। যদিও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কথা মানতে চায়নি প্রশাসন। মৃতের স্ত্রীও দাবি করেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্বামীর। ভাইরাল ভিডিও কিন্তু অন্য কথা বলছে। সব মিলিয়ে পাঞ্জাবের জালন্ধরের এই ঘটনায় ধন্দ তৈরি হয়েছে। তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।

জালন্ধরের গোরায়া এলাকায় বিয়ের আসরে মৃত্যু হয়েছে ৪৫ বছরের পরমজিৎ সিংয়ের। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ে বাড়িতে বেশ কয়েক জন মিলে গানের তালে নাচ করছেন। কেউ কেউ টাকা ওড়াচ্ছেন। এক যুবক পকেট থেকে পিস্তল বের করে গুলি চালান। আনন্দের চোটে শূন্যে গুলি ছুড়তে ভুলে যান তিনি। পিস্তলের নল উঁচু করেননি। এর ফলেই কাছে থাকা গ্রাম প্রধানের স্বামী পরিমজিৎ সিং গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি।
বিয়ে বাড়িতে গুলি চলা এবং গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। যেমন, বিয়ে বাড়িতে কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে আসবেন কেন? ওই ব্যক্তি কোথা থেকে পিস্তল পেলেন? নিন্দা ঝড় উঠেছে সমাজমাধ্যমে। যদিও বিয়েবাড়িতে গুলি চলার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। যদিও ভিডিও ভাইরাল হওয়ায় চাপে প্রশাসন। ঘটনার তদন্তের দাবি উঠেছে।