shono
Advertisement
Share Market News

বৃহস্পতিতে লক্ষ্মীর কৃপা শেয়ার বাজারে, ১৪ মাস পর সর্বকালীন উচ্চতায় নিফটি

৮৫ হাজার পার সেনসেক্সের।
Published By: Kishore GhoshPosted: 10:56 AM Nov 27, 2025Updated: 03:43 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারে লক্ষ্মীর কৃপা শেয়ার বাজারে। নিফটি এবং সেনসেক্স দুইই ছুটছে উপরের দিকে। ১৪ মাস পরে নিফটি পৌঁছে গেল নিজের সর্বকালীন উচ্চতায়। ও দিকে সেনসেক্সও অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। ঠিক কত পয়েন্টে পৌঁছেছে নিফটি  ও সেনসেক্স?

Advertisement

এদিন সকাল নটা বেজে ২৫ মিনিট নাগাদ বাজারের শুরুতেই ২২৪.৮০ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছেছে ৮৫,৮৩৬.৭৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৬০.৮৫ পয়েন্ট বেড়ে ২৬,২৬৬.১৫-তে পৌঁছে গিয়েছে। স্বভাবতই খুশির হাওয়া শেয়ারবাজারে। কোন কোন সংস্থার শেয়ার বাড়ল এবং কমল?

গতকাল নিফটিতে ৩২০ পয়েন্টের উত্থানের সঙ্গে সঙ্গে বাজারে গতি আসে। এদিন সেই ধারাবাহিকতা বজায় থাকে। সেনসেক্স ও নিফটির পাশাপাশি শেয়ার বাজারের একাধিক সেক্টরাল ইনডেক্সের পয়েন্টও বেড়েছে। নিফটি অটো, নিফটি এফএমসিজি, নিফটি মেটালস, নিফটি ফার্মার মতো সেক্টরের পয়েন্ট বেড়েছে। যদিও নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি রিয়েলটি, নিফটি আইটি-র মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে। বৃহস্পতিবার বাজারে বৃদ্ধির আবহেও স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্স ডাউন রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গতকাল নিফটিতে ৩২০ পয়েন্টের উত্থানের সঙ্গে সঙ্গে বাজারে গতি আসে।
  • বৃহস্পতিবার বাজারে বৃদ্ধির আবহেও স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্স ডাউন রয়েছে।
Advertisement