সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা রুখতে সামাজিক দূরত্ব (Social Distancing) জরুরি। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে তা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই দেশজুড়ে ২১ দিনের সম্পূর্ণ লকডাউনও ঘোষণা করা হয়্ছে। দেশবাসীকে ঘরের বাইরে পা রাখতে নিষেধ করেছেন তিনি। তবে ছাড় পেয়েছে জরুরি পরিষেবা। এবার মন্ত্রিসভার বৈঠকেও সেই সামাজিক দূরত্বের নিদর্শন রাখলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।

বুধবার দেশজুড়ে লকডাউন শুরুর প্রথম দিনেই বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বৈঠকের আয়োজন হয়েছিল প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে নিরাপদ দূরত্ব বজায় রেখে পাতা হয়েছিল চেয়ার।তবে মন্ত্রীদের মুখে মাস্ক দেখা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই বৈঠকের ছবি তুলে টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন। সঙ্গে লেখেন, “এই মুহূর্তে সামাজিত দূরত্ব বজায় রাখা জরুরি। আমরা তা পালন করছি। আপনি করছেন তো?”
[আরও পড়ুন : লকডাউনকে থোড়াই কেয়ার! সাতসকালে অযোধ্যায় পুজো দিলেন যোগী]
জানা গিয়েছে, প্রথমে ভিডিও কনফারেন্সে এই বৈঠক হওয়ার কথা ছিল। পরে মত বদল করা হয়। আর তাই প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ম মেনে বৈঠকের আয়োজন করা হয়। প্রসঙ্গত, করোনার দাপট ক্রমশ বাড়ছে দেশজুড়ে। লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর হারও বাড়াচ্ছে উদ্বেগ। পরিস্থিতি যাতে নিয়্ন্ত্রণের বাইরে বেড়িয়ে না যায় সেই কারণে মঙ্গলবার রাত থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২১ দিন দেশবাসীকে ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছেন তিনি।
[আরও পড়ুন : ‘লকডাউন না মানলেই গুলি চালানো হবে’, সংক্রমণ রুখতে হুঁশিয়ারি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর]
The post কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সামাজিক দূরত্বের পাঠ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি appeared first on Sangbad Pratidin.