shono
Advertisement
Supreme Court

হরিয়ানায় ৪০ বনস্পতির বলি দিয়ে বিজেপি অফিসের রাস্তা! 'বেদনাদায়ক' বলল সুপ্রিম কোর্ট

নির্বিচারে গাছ কাটায় হরিয়ানা সরকারকে ভর্ৎসনা শীর্ষ আদালতের।
Published By: Kishore GhoshPosted: 03:43 PM Nov 27, 2025Updated: 06:08 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিডাল ডেস্ক: নতুন বিজেপি অফিসে যাওয়ার জন্য রাস্তা তৈরি হবে, তাই ৪০টি পূর্ণবয়স্ক গাছ কেটে ফেলা হয়েছে হরিয়ানার কর্নালে। এই ঘটনাকে "বেদনাদায়ক" বলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি বৃহস্পতিবার এই মামলায় হরিয়ানা সরকার এবং তাদের নগর উন্নয়ন দপ্তরকে চূড়ান্ত ভর্ৎসনা ক'রে শীর্ষ আদালত বলে, অবিলম্বে প্রতিকারমূলক ব্যবস্থা নিন, আপনারা দায়িত্ব নিতে বাধ্য।

Advertisement

বৃহস্পতিবার বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে মামলা ওঠে। আবেদনকারী ১৯৭১-এর যুদ্ধের অংশ নেওয়া প্রাক্তন সেনাকর্মী। প্রাথমিক ভাবে তিনি মামলা করেছিলেন হাই কোর্টে। আবাসিক এলাকায় বিজেপি পার্টি অফিসের জমি বরাদ্দ করা এবং একটি সবুজ অঞ্চলের ৪০টি গাছ নির্বিচারে কেটে ফেলে পার্টি অফিসের রাস্তা তৈরি, এই দুই অভিযোগে মামলা হয়। যদিও উচ্চ ন্য়ায়ালয় সেই মামলা খারিজ করে দিয়েছিল।

সুপ্রিম বেঞ্চ সম্পূর্ণ বিপরীত মনোভাব দেখাল। হরিয়ানা সরকার পক্ষের আইনজীবী বিক্রমজীৎ বন্দ্যোপাধ্যায় কে দুই বিচারপতির বেঞ্চ প্রশ্ন করে, "এটা বেদনাদায়ক... আপনারা পূর্ণবয়স্ক গাছ কেটে ফেললেন! কেন এবং কী করলেন গাছগুলির সঙ্গে? আপনাদের কাছে এই ঘটনার ব্যাখ্যা কী? কেন রাজনৈতিক দলের অফিস অন্য কোথাও সরাতে পারছেন না?

বিক্রমজীতের উত্তর, জমি বরাদ্দের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল। সমস্ত সবুজ নিয়ম মেনে চলা হয়েছিল। তিনি আদালতকে আশ্বস্ত করেন, কাটা গাছের সংখ্যার অনুপাতে গাছ লাগানো হবে। পালটা আদালত প্রশ্ন করে, ৪০টি পূর্ণবয়স্ক গাছের ক্ষতিপূরণ কে দেবে? ঠিকঠাক ব্যখ্য়া নিয়ে আসুন। বিচারপতিদের বেঞ্চ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলে, রাজ্য এবং তার প্রশাসন এই বিষয়ে দায়িত্ব নিতে বাধ্য। এদিন শুনানি শেষে হরিয়ানা রাজ্য সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিতে একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যথায় কড়া ব্যবস্থার কথা বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে মামলা ওঠে।
  • বিক্রমজীতের উত্তর, জমি বরাদ্দের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল।
Advertisement