shono
Advertisement

২১ সেপ্টেম্বর খুলতে পারে আগ্রার তাজমহল, ইঙ্গিত পেতেই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তুমুল উন্মাদনা

করোনা আবহে টানা ৫ মাস বন্ধ ছিল এই ঐতিহাসিক সৌধ। The post ২১ সেপ্টেম্বর খুলতে পারে আগ্রার তাজমহল, ইঙ্গিত পেতেই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তুমুল উন্মাদনা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:27 AM Sep 18, 2020Updated: 08:31 AM Sep 19, 2020

আনলকের চতুর্থ দফাতেও দেশে বেলাগাম সংক্রমণ। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫২ লক্ষ ১৪ হাজার ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৩৭২ জনের। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ১৮ হাজার ৭৭২ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,২৪২ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

Advertisement

রাত ১০.২০:আগামী ২১ তারিখ খুলতে পারে আগ্রার তাজমহলের দরজা। কোভিড আবহে ৫ মাস বন্ধ থাকার পর ফের পর্যটক সমাগমে ব্যবসা চাঙ্গা হওয়ার অপেক্ষায় স্থানীয় ব্যবসায়ীরা।

রাত ৯.৫০: করোনা ও সার্স রুখতে আর্য়ুবেদিক গবেষণার জন্য ২৪৭টি প্রস্তাব এসেছিল। তার মধ্যে ২১টিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানাল আয়ুষ মন্ত্রক।

রাত ৯.১৭: রাজস্থানে নতুন করে আক্রান্ত ১,৮১৭। মৃত্যু হয়েছে আরও ১৫ জনের।

রাত ৮.১৭: গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৮৪ জন।

রাত ৮.১১: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ২১ হাজার ৬৫৬ জন।

রাত ৮: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩ হাজার ১৯২ জন। মৃত্যু হয়েছে ৫৯ জনের।

সন্ধে ৭.৫২: পাঞ্জাবে করোনা আক্রান্ত আরও ২,৮১৭ জন।

সন্ধে ৭.৫১: ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলা বাধ্যতামূলক নয়, জানাল কেন্দ্র।

সন্ধে ৭.০৭: গত ২৪ ঘণ্টায় মণিপুরে আক্রান্ত আরও ১৭৭ জন।

সন্ধে ৭.০৫: এয়ার ইন্ডিয়ার দুবাইগামী সমস্ত বিমান চলাচল আগামিকাল থেকে শুরু হবে।

সন্ধে ৬.৫০: তামিলনাড়ুতে আক্রান্ত আরও ৫,৪৮৮ জন।

সন্ধে ৬.৪৩: চণ্ডীগড়ে আক্রান্ত আরও ২৬০ জন।

সন্ধে ৬.২২: কেরলে আক্রান্ত আরও ৪ হাজার ১৬৭ জন।

সন্ধে ৬.১৫: করোনা মোকাবিলায় মার্চ থেকে জুন পর্যন্ত ৫ হাজার ৬০১টি কোচকে কোভিড কেয়ার সেন্টারে পরিণত করা হয়েছে, জানাল ভারতীয় রেল।

বিকেল ৫.০১: অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত আরও ৮ হাজার ৯৬ জন।

বিকেল ৪.৩৭: আগামী ৫ অক্টোবর পর্যন্ত দিল্লিতে বন্ধ সমস্ত স্কুল।

বিকেল ৪.২৬: আগামী বছরের মাঝামাঝির মধ্যে বিশ্বের যেকোনও আসতে পারে ভ্যাকসিন, জানালেন এইমসের কমিউনিটি মেডিসিনের প্রধান ডাঃ সঞ্জয় রাই।

বিকেল ৪.২২: কর্ণাটক বিধানসভার স্পিকার বিশ্বেশ্বর হেগরে কাগেরি এবং বেশ কয়েকজন বিধায়ক করালেন সোয়াব পরীক্ষা।

দুপুর ৩.৩৫: জম্মুতে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে।

দুপুর ৩.২৬: আগামী ২ অক্টোবর থেকে রাজ্যে খুলছে চিড়িয়াখানা। ২৩ সেপ্টেম্বর থেকে খুলবে পার্ক এবং উদ্যানের দরজা। অনলাইনে করা যাবে বুকিং।

দুপুর ২.৫৮: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ১০০ জন।

দুপুর ২.০০: ব়্যাপিড ৯০ মিনিট করোনা পরীক্ষার ফল মিলছে ভালই। জানালেন বিজ্ঞানীরা।

বেলা ১.৩৮: রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ হাজার ৯০৫ জন।

বেলা ১.১০: ব্রিটেনে ফের হুড়মুড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  ফলে ফের লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বেলা ১২.৪৬: মহারাষ্ট্রে আরও এক মন্ত্রী করোনা আক্রান্ত। মন্ত্রী নীতিন রাওয়াত সংক্রমিত।

বেলা ১২.৩৮: দিল্লির বেসরকারি স্কুলগুলিকে অনলাইন ক্লাসের জন্য পড়ুয়াদের মোবাইল কম্পিউটার দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।

বেলা ১২.০০: ফেসশিল্ডে মুখ ঢেকে আমজনতাকে সাবধানে থাকার আরজি অমিতাভ বচ্চনের।

বেলা ১১.৩০: করোনার ‘যম’ ইলিশের তেল, নয়া গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড করোনা রোগীর আইসিইউ নির্ভরতা অনেকটাই কমিয়ে দেয়। ।

সকাল ১০.৫০: একদিনে রাজস্থানে আক্রান্ত ৮১০ জন।

সকাল ১০.৪৮: ফের বন্ধ দুবাইয়ের বিমানযাত্রা। এবার জয়পুর থেকে দুবাইগামী বিমানে এক করোনা আক্রান্ত রোগীর থাকার অভিযোগ উঠেছে। তারপরই এয়ার ইন্ডিয়াকে ২ অক্টোবর পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

সকাল ৯.৩০: একদিনে দেশে আক্রান্ত ৯৬ হাজার ৪২৪ জন। ফলে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ লক্ষ ১৭ হাজার ৭৫৪ জন। একদিনে মৃত ১ হাজার ১৭৪ জন। 

সকাল ৮.৪০: গত ২৪ ঘণ্টায় দেশে ১০ লক্ষ ৬ হাজার ৬১৫টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সকাল ৮.১০: দেশের মাত্র পাঁচটি রাজ্যে ৬০ শতাংশ আক্রান্ত রয়েছে। ১৩টির বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আক্রান্তে ৫ হাজারেরও কম। জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

 

সকাল ৮.০৭: মেক্সিকোতে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ১৮২ জন।

সকাল ৮.০০: চিনে একদিনে করোনা আক্রান্ত ৩২ জন। যদিও সংক্রমিতরা বাইরে থেকে চিনে আসেছিলেন বলে দাবি।

The post ২১ সেপ্টেম্বর খুলতে পারে আগ্রার তাজমহল, ইঙ্গিত পেতেই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তুমুল উন্মাদনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement