তামিলনাড়ুর ভোটের মুখে বিরাট শক্তিবৃদ্ধি এনডিএর। দীর্ঘ টালবাহানার পর বিজেপি জোটে শামিল হলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত টিটিভি দিনাকরণ। বুধবার সরকারিভাবে এনডিএ-তে যোগ দিল দিনাকরনের দল এএমএমকে। যার ফলে জয়ললিতার অধিকাংশ অনুগামীই ফের এক ছাতার তলায় চলে এলেন। যা নিঃসন্দেহে চ্যালেঞ্জের মুখে ফেলবে স্ট্যালিনের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে।
ই পালানিস্বামী, ও পনিরসেলভম, শশীকলা, টিটিভি দিনাকরণ। তামিলনাড়ুর রাজনীতিতে এরা সকলেই পরিচিত নাম। জয়ললিতা জীবিত থাকাকালীন এরা প্রত্যেকেই এআইএডিএমকের হয়ে কাজ করতেন। জয়ললিতার মৃত্যুর পর নিজেদের মধ্যে বিবাদে এঁরা আলাদা হয়ে যান। আলাদা আলাদা রাজনৈতিক সংগঠনের ব্যানারে লড়াই করেন। যার ফলে সুবিধা পেয়ে যায় ডিএমকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সেটার পুনরাবৃত্তি রুখতে মরিয়া বিজেপি এদের সকলকে এক ব্যানারে আনার চেষ্টা করে করে।
সেই লক্ষ্যেই ই পালানিস্বামী এবং টিটিভি দিনাকরণের মধ্যেকার শৈত্য কাটাতে উদ্যোগী হয় গেরুয়া শিবির। বিজেপি নেতারা চাইছিলেন এআইএডিএমকের পাশাপাশি দিনাকরণের এএমএমকে এনডিএ জোটে শামিল করতে। তাতে অনেকটা সাফল্যও পায় গেরুয়া শিবির। দিনাকরণের বিরুদ্ধে পালানিস্বামী ২০১৯ সালে যে মামলা দায়ের করেছিলেন, সেটা প্রত্যাহারও করা হয়। কিন্তু তারপরও পালানিস্বামীর সঙ্গে খারাপ সম্পর্কের জেরে এতদিন টালবাহানা করছিলেন দিনাকরণ। শেষ পর্যন্ত দীর্ঘ আলোচনার পর দিনাকরণকে রাজি করিয়ে ফেলল গেরুয়া শিবির। বুধবার সরকারিভাবে এনডিএ জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে দেখা করে এনডিএ-তে যোগদানের কথা ঘোষণা করেন তিনি।
গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়ে দিনাকরণের বক্তব্য, "তামিলনাড়ুর স্বার্থ এবং দলের স্বার্থে এই সিদ্ধান্ত।" পালানিস্বামীর সঙ্গে বিবাদ নিয়েও একই যুক্তি তাঁরা। তামিলনাড়ুর স্বার্থে আপস করতে রাজি হয়েছেন বলে দাবি করেছেন এএমএমকে নেতা। দিনাকরণের যোগদানে অবিভক্ত এআইএডিএমকের সব শীর্ষ নেতাই এনডিএর ছত্রছায়ায় চলে এল। ফলে এআইএডিএমকের পুরনো ভোটব্যাঙ্ক একত্রিত হবে বলে আশা এনডিএ শিবিরের। সেটা হলে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে ডিএমকে-কে।
