shono
Advertisement
Tashi Namgya

কার্গিলে পাক সেনার অনুপ্রবেশ নিয়ে সতর্ক করেন, প্রয়াত লাদাখের সেই 'বীর মেষপালক'

'দেশপ্রেমিক' তাশির মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে ভারতীয় সেনা।
Published By: Kishore GhoshPosted: 04:36 PM Dec 21, 2024Updated: 04:44 PM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৯ সালের মে মাসে কার্গিল সেক্টরে পাক অনুপ্রবেশের খবর দিয়েছিলেন ভারতীয় সেনাকে, প্রয়াত হলেন সেই লাদাখি মেষপালক তাশি নামগিয়াল। জম্মু ও কাশ্মীরের আরিয়ান উপত্যকায় গারখোনে নিজের বাড়িতে ৫৮ বছর বয়সে আকস্মিক প্রয়াণ হয়েছে তাঁর। 'দেশপ্রেমিক' তাশির মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা।

Advertisement

চলতি বছরের শুরুতেও দ্রাসে কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাশি। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সেরাং দোলকর। এক্স হ্যান্ডেলে ভারতীয় সেনার লেহর 'ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস'-এর তরফে লেখা হয়েছে, "ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস তাশি নামগিয়ালের আকস্মিক মৃত্যুতে শ্রদ্ধা জানায়।" সেনার তরফে আরও লেখা হয়েছে, "একজন দেশপ্রেমিক প্রয়াত হলেন। লাদাখের বীর চিরশান্তির দেশে। আজকের শ্রদ্ধাঞ্জলিতে স্মরণ করা হচ্ছে ১৯৯৯ সালে অপারেশন বিজয়ের সময় দেশের প্রতি তাঁর অমূল্য অবদানকে। এই শোকের মুহুর্তে আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।"

১৯৯৯ সালের মে মাসের প্রথম দিকে নিখোঁজ ইয়াক খুঁজতে তুষারাবৃত বাটালিক সেক্টরে গিয়েছিলেন তাশি। তখনই তিনি পাঠান পোশাক পরা পাক সেনাদের বাঙ্কার খনন করতে দেখেছিলেন। বড়সড় বিপদের গন্ধ পেয়ে দ্রুত ভারতীয় সেনাকে খবর দেন তাশি। জানান, অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক সেনা। এরপরই ভারতীয় সেনা সজাগ হয়েছিল। উল্লেখ্য, ৩ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত চলেছিল কার্গিল যুদ্ধ। পাকিস্তানের ষড়যন্ত্রকে নস্যাৎ করে যুদ্ধে জয়লাভ করে ভারত। বলা বাহুল্য, কার্গিল যুদ্ধে পাক বাহিনীকে পালটা জবাব দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাশি নামগিয়াল। তাঁকে 'বীর মেষপালক' স্বীকৃতি দেওয়া হয় ভারতীয় সেনার তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছরের শুরুতে দ্রাসে কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাশি।
  • ১৯৯৯ সালের মে মাসের প্রথম দিকে নিখোঁজ ইয়াক খুঁজতে বাটালিক সেক্টরে যান তাশি।
Advertisement