সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের নির্বাচন ব্যবস্থায় বড় বদল! এবার থেকে আর ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনবে না নির্বাচন কমিশন। নিয়ম বদলের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। মোদি সরকারের নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতও চাইলে নির্বাচন কমিশনকে ভোট সংক্রান্ত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না।
সম্প্রতি হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনে গোটা ভোটপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। হাত শিবিরের দাবি, ভোটার তালিকা তৈরি থেকে ভোটগ্রহণের হার পর্যন্ত প্রতিটি পর্যায়ে বেনিয়ম হচ্ছে। হরিয়ানার ফলপ্রকাশের পর ভোট সংক্রান্ত সমস্ত নথি দেখতে চেয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে মামলাও হয়। গত ৯ ডিসেম্বর পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট নির্দেশ দেয়, হরিয়ানা নির্বাচনে বুথের ভিডিও, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ, বুথ থেকে প্রাপ্ত ভোটের হারের তথ্য মামলাকারীদের হাতে তুলে দিতে হবে। নির্বাচন কমিশনকে ওই নথি তুলে দেওয়ার জন্য ৬ সপ্তাহ সময় দিয়েছিল হাই কোর্ট।
সেই ৬ সপ্তাহ মেয়াদ শেষের আগেই আইন বদলে দিল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, ভোট সংক্রান্ত সব নথি আর জনসমক্ষে আনা হবে না। ১৯৬১ সালের নির্বাচনী বিধির ৯৩(২) ধারা অনুযায়ী, এতদিন ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনতে বাধ্য থাকত নির্বাচন কমিশন। সেই আইন বদলে কেন্দ্র জানাল, ভোটের নিয়ম সংক্রান্ত নথিগুলিই এবার থেকে প্রকাশ্যে আনা হবে। নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত সব নথি আর প্রকাশ্যে আনা হবে না।
কেন এই সিদ্ধান্ত? বিরোধীদের দাবি, কেন্দ্র তথা নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা চাইছে না। সেকারণেই ভোট সংক্রান্ত সব তথ্য প্রকাশ্যে আনতে আপত্তি। কারণ ওই তথ্য প্রকাশ্যে এলে ভোট প্রক্রিয়ার যাবতীয় বেনিয়ম প্রকাশ্যে চলে আসবে। নির্বাচন কমিশন অবশ্য বলছে, হরিয়ানা নির্বাচনের পর ভোট তথ্য চেয়ে হাজার হাজার আর্জি জমা পড়ছে। সব আর্জির উত্তর দেওয়া পদ্ধতিগতভাবেও ভীষণ কঠিন। সেকারণেই নিয়ম বদল।