shono
Advertisement
West Bengal Assembly Elections

ইন্ডিয়ার কর্মসূচিতে যোগ, কংগ্রেসের সঙ্গে দূরত্ব! রাজ্যের ভোটের কথা ভেবেই কৌশল তৃণমূলের

তৃণমূল সূত্রের খবর, সংসদে বিরোধীদের ইস্যুভিত্তিক প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল অংশগ্রহণ করবে।
Published By: Subhajit MandalPosted: 03:10 PM Dec 04, 2025Updated: 03:10 PM Dec 04, 2025

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের কর্মসূচিতে থাকছে তৃণমূল। তবে দূরত্ব বজায় রাখছে কংগ্রেসের সঙ্গে। সংসদে এটাই হতে চলেছে তৃণমূলের নতুন সদস্যদের।

Advertisement

মঙ্গলবার সংসদে এসআইআর নিয়ে সম্মিলিত বিরোধীদের প্রতিবাদ কর্মসূচিতে হাজির ছিল তৃণমূল। সেই রাস্তাতেই বুধবারও সংসদের মকরদ্বারের সামনে লেবার কোডের বিরোধিতায় বিরোধীদের সম্মিলিত প্রতিবাদ কর্মসূচিতে হাজির ছিলেন তৃণমূলের প্রতিনিধি। তৃণমূলের পক্ষ থেকে বুধবার সেখান পাঠানো হয়েছিল দলের রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের শ্রমিক সংগঠন, আইএনটিটিইউসি-র সর্বভারতীয় সভাপতি দোলা সেনকে। বৃহস্পতিবার অবশ্য তৃণমূলের পৃথক কর্মসূচি ছিল।

তৃণমূল সূত্রের খবর, সংসদে বিরোধীদের ইস্যুভিত্তিক প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল অংশগ্রহণ করবে। তবে, খাড়গের ঘরে ডাকা বৈঠকে তারা যাবে না। রাজ্যের ভোট এগিয়ে আসছে, এইসময় কংগ্রেসের সঙ্গে সখ্য নয় বলেই ঠিক করেছে তৃণমূল শিবির। বরং প্রতিনিদিনই সংসদে কেন্দ্র সরকারকে বাংলার বঞ্চনা নিয়ে চাপে ফেলার জন্য তৃণমূলের আলাদা কর্মসূচি থাকবে বলেই ঠিক হয়েছে।

নির্বাচনী সংস্কার বা এসআইআর নিয়ে আলোচনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি প্রশ্নকে সামনে রেখেই কেন্দ্র সরকারকে তুলোধোনা করবেন দলের সাংসদরা। লোকসভায় বক্তব্য রাখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে নির্বাচন কমিশনের দপ্তরে কল্যাণ যেভাবে কমিশনকে তুলোধোনা করেছেন তা দেখেই তাঁকে বক্তা হিসাবে নির্বাচন করেছে দল। এছাড়াও শতাব্দী রায় ও মহুয়া মৈত্রও বলতে পারেন। একই আলোচনায় রাজ্যসভায় বক্তব্য রাখবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন। বন্দেমাতরম নিয়ে আলোচনায় লোকসভায় দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং রাজ্যসভায় সুখেন্দুশেখর রায় বক্তব্য রাখবেন বলেই ঠিক হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্ডিয়া জোটের কর্মসূচিতে থাকছে তৃণমূল।
  • দূরত্ব বজায় রাখছে কংগ্রেসের সঙ্গে।
  • সংসদে এটাই হতে চলেছে তৃণমূলের নতুন সদস্যদের।
Advertisement