shono
Advertisement

Breaking News

লকডাউনের আগেই শেয়ার বাজারে প্রবল ধস, বন্ধ লেনদেন

রেকর্ড পতন টাকার দামেও। The post লকডাউনের আগেই শেয়ার বাজারে প্রবল ধস, বন্ধ লেনদেন appeared first on Sangbad Pratidin.
Posted: 11:42 AM Mar 23, 2020Updated: 11:53 AM Mar 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার জনতা কারফিউ চলার মাঝে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির তরফে বেশিরভাগ জায়গাতেই লকডাউনের ঘোষণা করা হয়। এর প্রভাব পড়ল এবার শেয়ার বাজারে। সপ্তাহের প্রথমদিন বাজার খুলতেই প্রায় ১০ শতাংশ পতন হয় সেনসেক্সের।

Advertisement

এর ফলে সেনসেক্স (Sensex) এক ধাক্কায় ৩০ হাজারের ঘর থেকে ২৯৯২ পয়েন্ট কমে ২৬ হাজারে ৯২৪ পয়েন্টে পৌঁছে যায়। আর নিফটি ৮৪২.৪৫ পয়েন্ট কমে ৭,৯০৩ পয়েন্টে পৌঁছয়। এরপরই ৪৫ মিনিট জন্য বন্ধ রাখা হয় লেনদেন।

[আরও পড়ুন: সুস্থতার পরও মৃত্যু বিদেশি পর্যটকের! ভারতে করোনার বলি বেড়ে ৯ ]

 

ফের বাজারে খোলার পরেও রক্তক্ষরণ অব্যাহত থাকে। ২৬ হাজার ৯২৪ পয়েন্ট থেকে আরও প্রায় ২০০ পয়েন্ট কমে ২৬ হাজার ৭৬৬ পয়েন্ট পৌঁছয়। তবে একটু বাড়ে নিফটি, ৭ হাজার ৯০৩ পয়েন্ট থেকে ৭৯৪৫.৭০ পয়েন্টে পৌঁছয়।

[আরও পড়ুন: করোনা রুখতে কঠোর পদক্ষেপ, সোমবার থেকে একাধিক রাজ্যে লকডাউন]

শেয়ার বাজারের এই পরিস্থিতির পাশাপাশি রেকর্ড পরিমাণ পতন হল টাকার দামেও। সোমবার সকালে ডলারের নিরিখে টাকার দাম ছিল ৭৫.৬৯। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

The post লকডাউনের আগেই শেয়ার বাজারে প্রবল ধস, বন্ধ লেনদেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement