সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট৷ নইলে সঞ্জয় অমন করে যুদ্ধের ধারাবিবরণী দিলেন কী করে! আর যাঁরা এ কথা স্বীকার করতে চান না, তাঁরা আসলে নিজেদের দেশকেই ছোট করেন৷ সাফ কথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের৷ যা শুনে গোটা দেশের মানুষ কিংকর্তব্যবিমূঢ়৷ আর তারপরই কিছুক্ষণের জন্য বদলে গেল তাঁর উইকিপিডিয়ার পরিচয় পত্র৷ প্রথম জীবনে পড়াশোনার বিবরণ দিতে গিয়ে লেখা হল, যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন, তারপর তাঁর পড়াশোনার আর কোনও দামই থাকে না৷ যদিও পরে তা বদলে দেওয়া হয়৷
[ তত্ত্ব না থাকলে দিব্যদৃষ্টি সম্ভব নয়, বিপ্লবের পাশেই ত্রিপুরার রাজ্যপাল ]
সংঘ পরিবারের সদস্যদের মুখে বারবারই এ ধরনের কথা শোনা যায়৷ গোমূত্রে ক্যানসার সারা থেকে শুরু করে গণেশ প্লাস্টিক সার্জারির উদাহরণ-এরকম ভূরি ভূরি মতের নমুনা অতীতে মিলেছে৷ তারই সাম্প্রতিক সংযোজন বিপ্লব দেবের কথা৷ বিপ্লব শুধু বলেই ক্ষান্ত হননি, নিজের বক্তব্যে অনড়ও থেকেছেন৷ তারপর বেশ কিছুক্ষণের জন্য বদলে যায় তাঁর উইকিপিডিয়ার পরিচয়পত্র৷ প্রথম জীবনের বিবরণ দেওয়া থাকে ‘আর্লি লাইফ’ অংশে৷ সেখানেই লেখা ছিল, বিপ্লবের পড়াশোনা অর্থহীন৷ যেহেতু তিনি দাবি করেছেন, মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল৷
যদিও এখন আর তা দেখা যাচ্ছে না৷ বদলে ওই জায়গায় ৬ নম্বর রেফারেন্সটি যোগ করা হয়েছে৷ সেখানে দেওয়া আছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, যেখানে বিপ্লবের এই মন্তব্যের বিস্তারিত বিবরণ আছে৷
এদিকে বিপ্লবের এই মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় খোরাক চলছেই৷ কারও কারও প্রশ্ন, মহাভারতের যুগে ইন্টারনেট ছিল তাহলে চক্রব্যুহ থেকে বেরনোর উপায় নেটে সার্চ করলেন না কেন অভিমন্যু?
আবার কেউ কেউ এই ছবি দেখিয়ে বলছেন মহাভারতের যুগে ওয়াইফাই ছিল৷
ঘুরছে এ ছবিও৷ এ নাকি মহাভারতের যুগের পেনড্রাইভ!
আর এটিই নাকি মহাভারতের আমলের সিডি!
The post বিপ্লবের পড়াশোনা অর্থহীন! লিখেও বদলে ফেলল উইকিপিডিয়া appeared first on Sangbad Pratidin.