shono
Advertisement

Breaking News

‘সংবিধানেই আছে’, অভিন্ন দেওয়ানি বিধিতে আপত্তি নেই মায়াবতীর, ফের বিজেপিকে জোট বার্তা?

আপ, শিব সেনার সুর মায়াবতীর গলায়।
Posted: 12:08 PM Jul 02, 2023Updated: 12:08 PM Jul 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে হঠাত করে দেশের আইন ব্যবস্থার বহু প্রতীক্ষিত এই ‘সংস্কার’কে একেবারে মোক্ষম চালের মতো ব্যবহার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের এই চালে একেবারে দ্বিধাবিভক্ত দেশের রাজনৈতিক মহল। খোদ এনডিএ-র অন্দরের একাধিক দল যেমন বিজেপির এই পদক্ষেপের বিরোধিতা করছে, তেমনই এনডিএর বাইরের একাধিক দল আবার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। এই তালিকায় এবার নাম লেখালেন বিএসপি মায়াবতী (Mayawati)।

Advertisement

মায়াবতী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, অভিন্ন দেওয়ানি বিধির উল্লেখ আছে সংবিধানেই। তাই এর বিরোধিতার কোনও প্রশ্ন ওঠে না। বিএসপি (BSP) নেত্রীর বক্তব্য,”আমরা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করছি না। আমরা এর বিরুদ্ধে নই। তবে বিজেপি যেভাবে এটা চাপিয়ে দিতে চাইছে, আমরা সেই চাপিয়ে দেওয়ার প্রবণতার বিরোধী। বিজেপির (BJP) উচিত অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আগে সবদিক বিচার বিবেচনা করা।”

[আরও পড়ুন: বাড়ানো হবে রাস্তা, একই সঙ্গে হনুমান মন্দির ও মাজার ভেঙে দিল দিল্লি সরকার]

বিএসপি  নেত্রী বলছেন,”আমাদের দল অভিন্ন দেওয়ানি বিধির (UCC) পক্ষে। কিন্তু বিজেপি যেভাবে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তার বিরুদ্ধে। এভাবে এই ইস্যু নিয়ে রাজনীতি করা বা জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়।” বস্তুত অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মায়াবতীর এই অবস্থান অনেকটা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) মতো। খানিকটা আপের সুরেই ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থান নিচ্ছে বিএসপি। একই অবস্থান শিব সেনার উদ্ধব শিবিরেরও।

[আরও পড়ুন: জ্বলছে মণিপুর, তবু ‘মানুষের ভালবাসার টানে’ ইস্তফায় নারাজ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং]

উল্লেখ্য, সংসদের আসন্ন বাদল অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে পারে কেন্দ্র। তার আগেই শাসক বিরোধী দুই শিবিরে জল মাপামাপি শুরু হয়ে গিয়েছে। আর এই জল মাপার খেলায় মায়াবতী ঘুরিয়ে বুঝিয়ে দিলেন তিনি বিজেপির পাশেই আছেন। যা আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির জন্য জোট বার্তা হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement