shono
Advertisement

শেষ পালা! নাটকের মাঝেই মৃত্যু হনুমানের চরিত্রাভিনেতার, অভিনয় ভেবে হাততালি দর্শকদের

টুইটারে ছড়িয়ে পড়েছে ভিডিও।
Posted: 07:26 PM Sep 04, 2022Updated: 07:26 PM Sep 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ পুজো উপলক্ষ্যে নাটকের আয়োজন হয়েছিল। হনুমান সেজে অভিনয় করছিলেন শিল্পী। নেচে নেচে পারফর্ম করছিলেন। আচমকা লুটিয়ে পড়লেন। নাটকের মাঝেই হল ‘যবনিকা পতন’। হনুমানের ভূমিকায় অভিনয় করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। 

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ময়েনপুর এলাকায়। মৃতের নাম রবি শর্মা বলে খবর। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা রবি। বয়স মাত্র ৩৫ বছর। স্থানীয় ভজন মণ্ডলীর অন্যতম সদস্য। নানা জায়গায় দলবলের সঙ্গে অভিনয় করতেন। এলাকার কোথাও কোনও অনুষ্ঠান হলেই রবি ও তাঁর দলের ডাক পড়ত। হনুমানের ভূমিকায় রবিকে দেখতে ভালবাসতেন দর্শকরা। 

[আরও পড়ুন: পুরস্কারদাতারা বাম আদর্শ মানে না, ম্যাগসাইসাই প্রত্যাখ্যান কেরলের সিপিএম নেত্রী শৈলজার!]

গত শনিবার ময়েনপুরের কোতয়ালি এলাকায় গণেশ পুজোর অনুষ্ঠান ছিল। সেখানে রবিদেরও ডাক পড়েছিল। রাতের অন্ধকারে চাঁদোয়া খাটিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। দর্শকদের মাঝে ফাঁকা জায়গায় হনুমান বেশে হাজির হয়েছিলেন অভিনেতা। নেচে নেচেই পারফর্ম করছিলেন। তাঁর অভিনয় বেশ উপভোগ করছিলেন দর্শকরা। দিচ্ছিলেন হাততালি। 

আচমকা টলতে থাকেন রবি। মাটিতে লুটিয়ে পড়়েন। তখনও দর্শকরা হাততালি দিয়ে চলেছিলেন। উদ্যোক্তারা ব্যস্ত ছিলেন প্রসাদ বিতরণে। প্রথমে কেউ বুঝতেও পারেননি। একটু পরে কয়েকজনের সন্দেহ হয়। তাঁরা রবির কাছে চলে হাসেন। তাঁর মাথার মুকুট খুলে নেওয়া হয়। বিপদ বুঝে বাকিরা তৎপর হয়ে ওঠেন। ময়েনপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৩৫ বছরের অভিনেতাকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর থেকে শোকস্তব্ধ গোটা এলাকা। রবির শেষ অভিনয়ের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

[আরও পড়ুন: কাছাকাছি আসার চেষ্টা! অভিষেকের ‘পাপ্পু’ স্লোগানে শামিল হয়ে টুইট TMC সাংসদ জহর সরকারের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement