shono
Advertisement
SIR in UP

SIR-এর কাজের জন্য মেলেনি ছুটি, বিয়ের আগের দিন যোগীরাজ্যে ‘আত্মঘাতী’ সরকারি কর্মী

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 05:45 PM Nov 27, 2025Updated: 06:31 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআরের কাজের প্রবল চাপ! সইতে না পেরে বিয়ের আগের দিনই ‘আত্মঘাতী’ হলেন উত্তরপ্রদেশের এক সরকারি কর্মী। মৃতের নাম সুধীর কুমার। মঙ্গলবার সকালে ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বছর আঠাশের সুধীর উত্তরপ্রদেশের গ্রাম স্তরের একজন আধিকারিক (লেখপাল) ছিলেন। কর্মরত ছিলেন খাজুয়া ব্লকে। অভিযোগ, এসআইআর শুরুর পর থেকেই তাঁর কাজের চাপ অত্যাধিক বেড়ে যায়। এমনকী বিয়ের আগের আচার-অনুষ্ঠানের জন্যও তিনি ছুটি পাচ্ছিলেন না বলে অভিযোগ। এর জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের জাহানাবাদ বিধানসভা কেন্দ্রের এসআইআরের কাজের দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়েছিল। পরিবারের অভিযোগ, বিয়ের জন্য তিনি ছুটি পেলেও তার আগের আচার-অনুষ্ঠানের জন্য তাঁকে কোনও ছুটি দেওয়া হয়নি। বুধবার তাঁর বিয়ে ছিল। তার আগে সোমবার হলদি এবং মেহন্দির অনুষ্ঠান ছিল। তাই তিনি কাজে যেতে পারেননি। অভিযোগ, পর দিন কয়েকজন সরকারি কর্মী তাঁর বাড়িতে এসে সুধীরকে অপমান করেন এবং বরখাস্তেরও হুমকি দেওয়া হয় তাঁকে। আর সইতে না পেরে ওই দিনই তিনি আত্মঘাতী হন।

অন্যদিকে, ফতেপুরের অতিরিক্ত জেলাশাসক অবনীশ ত্রিপাঠীর বক্তব্য, রবিবারই ছুটির জন্য আবেদন করেছিলেন সুধীর। তাঁকে দশ দিনের ছুটিও মঞ্জুর করা হয়েছিল। কিন্তু তিনি মাত্র তিন দিনের ছুটি চেয়েছিলেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুধীরের দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্লেখ্য, বেশ কয়েক সপ্তাহ ধরেই এসআইআর-এর কাজের চাপে বিভিন্ন রাজ্যে বিএলওদের মৃত্যুর খবর সামনে আসছে। সম্প্রতি উত্তরপ্রদেশেও মৃত্যু হয়েছে এক বিএলও-র।এবার এসআইআরের কাজের চাপে রাজ্যটিতে মৃত্যু হল আরও এক সরকারি কর্মীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআরের কাজের প্রবল চাপ!
  • সইতে না পেরে বিয়ের আগের দিনই ‘আত্মঘাতী’ হলেন উত্তরপ্রদেশের এক সরকারি কর্মী।
  • মৃতের নাম সুধীর কুমার।
Advertisement