shono
Advertisement

মাদ্রাসায় যৌন নিগ্রহ, পুলিশি অভিযানে রক্ষা পেল নাবালিকারা

নাটকীয় কায়দায় মাদ্রাসা ঘিরে ফেলে পুলিশ। The post মাদ্রাসায় যৌন নিগ্রহ, পুলিশি অভিযানে রক্ষা পেল নাবালিকারা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:42 AM Dec 30, 2017Updated: 03:14 AM Dec 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন নিগ্রহ সহ্য করতে হত। যৌন অত্যাচার তো চলতই, বেধড়ক মারধরও করা হত। জোর করে এভাবেই মাদ্রাসায় আটকে রাখা হয়েছে একশোরও বেশি পড়ুয়াকে। শুক্রবার রাতে এমনই অভিযোগ এসেছিল লখনউ পুলিশের কাছে। অভিযোগ পেতেই ‘অ্যাকশন’ নেয় পুলিশ। সোজা হানা দেয় শাহাদাতগঞ্জে। ফল মেলে হাতেনাতে। ঘটনাস্থল থেকে পঞ্চাশেরও বেশি নাবালিকাকে উদ্ধার করা হয়। যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হয় মাদ্রাসার ম্যানেজারকে।

Advertisement

[পুণে থেকে মুম্বই এলেন ৮ জন মহিলা, কী তাঁদের উদ্দেশ্য?]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২৫ জন ছাত্রী পড়ত ওই মাদ্রাসায়। তাদের বেশিরভাগকেই জোর করে আটকে রাখা হয়েছিল। দিনের পর দিন শিক্ষার নামে শারীরিক অত্যাচার চালানো হত। অভিযোগ, ধৃত ম্যানেজারই এই অত্যাচার চালাত। এরই মধ্যে কয়েকজন পড়ুয়া সাহস করে পুলিশকে ফোন করে গোটা ঘটনা জানায়। ফোন পেয়েই আর সময় নষ্ট করেনি পুলিশ। প্রায় সঙ্গে সঙ্গে মাদ্রাসাটিকে ঘিরে ফেলা হয়। ঘটনাস্থল থেকে প্রায় ৫১ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়।

 

[বিটকয়েনে লেনদেন পঞ্জি স্কিমেরই সমান, সতর্ক করল কেন্দ্র]

লখনউয়ের এসএসপি দীপক কুমার জানান, তড়িঘড়ি ‘অ্যাকশন’ নেওয়াতেই সাফল্য মেলে। অভিযুক্ত ম্যানেজারকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। কবে থেকে সে এই কাজ করছে? এমন কাজের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না? তা জানার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তকে আদালতে তোলার আগেই একপ্রস্থ জিজ্ঞাসাবাদ সেরে নিতে চায় পুলিশকর্মীরা।

এসপি বিকাশ ত্রিপাঠি জানান, উদ্ধার হওয়ার পড়ুয়াদের সঙ্গেও কথা বলা হচ্ছে। যদি তাদের কাছ থেকে কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। শিশুকল্যাণ কমিটির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাঁদের প্রতিনিধিরা এসেও নাবালিকাদের সঙ্গে কথা বলবে। অনেককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। বাকিদের চাইল্ড কেয়ার হোমে রাখা হবে বলে জানা গিয়েছে।

[‘উত্তর ও পূর্ব ভারতে আমাদের আউটলেটে খাবেন না’, সতর্ক করল McDonald’s]

The post মাদ্রাসায় যৌন নিগ্রহ, পুলিশি অভিযানে রক্ষা পেল নাবালিকারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার