shono
Advertisement
Uttar Pradesh

ফোন থেকে প্রেমিকার ভিডিও চুরি করে ব্ল্যাকমেল, 'প্রিয় বন্ধু'কে হাতুড়ির আঘাতে খুন কিশোরের!

যোগীরাজ্যের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Published By: Kishore GhoshPosted: 04:05 PM Dec 30, 2024Updated: 05:18 PM Dec 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকার ছবি, ভিডিও চুরি করেছিল 'প্রিয় বন্ধু'। এমনকী প্রেমিকাকে ব্ল্যাকমেলও করছিল সে। এই অবস্থায় ওই বন্ধুকে পরিকল্পনা করে হাতুড়ির আঘাতে খুন করল সতেরো বছরের এক কিশোর। যোগীরাজ্যের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

খুন হয়েছে একাদশ শ্রেণির ছাত্র অভিনব। অভিযুক্ত কিশোর দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। দুজনেই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সাধারণত দুই 'বন্ধু' একসঙ্গে ১৫ কিলোমিটার দূরের ইঞ্জিনিয়ারিংয়ের কোচিং সেন্টারে পড়তে যেত। অভিনবের স্কুটারের পিছনে বসত অভিযুক্ত। শনিবার সকালেও তারা একসঙ্গে পড়তে যায়। সন্ধে নামলেও অভিনব ফেরেনি দেখে অভিযুক্ত কিশোরের কাছে খোঁজ নেয় পরিবার। সে এই বিষয়ে কিছু জানে না বলে জানায়। এই অবস্থায় স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে অভিনবের পরিবার।

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে পুলিশ। সেখানে দেখা যায়, অন্যদিনের মতোই অভিনবের স্কুটারে চেপেই কোচিং সেন্টারে গিয়েছিল অভিযুক্ত। আটক করে জেরা করতেই ভেঙে পড়ে সতেরো বছরের অভিযুক্ত কিশোর। বন্ধুকে খুনের কথা জানায় স্বীকার করে সে। আরও জানায়, প্রেমিকার বেশ কিছু ছবি ও ভিডিও তার ফোন থেকে চুরি করেছিল অভিনব। ওর সঙ্গে সময় কাটাতে চাপ দিচ্ছিল প্রেমিকাকে। এরপরেই 'প্রিয়বন্ধু'কে খুনের পরিকল্পনা করে সে।

শনিবার অভিনবকে ফোন বিক্রি করবে বলে জানায় অভিযুক্ত। একটি দোকানে ৮ হাজার টাকায় ফোন বিক্রি করে দেয়। ফেরার পথে একটি টিউবওয়েলের সামনে দাঁড়ায়। আচমকা ব্যাগ থেকে হাতুড়ি বের করে আঘাত করে অভিনবের মাথায়। মাটিতে লুটিয়ে পড়ার পরেও মৃত্যু নিশ্চিত করতে একের পর এক আঘাত করতে থাকে অভিযুক্ত।

পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত কিশোরকে। ময়নাতদন্তের পরে দেহ অভিনবের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও বিচার না পাওয়া পর্যন্ত শেষকৃত্য হবে না হুঁশিয়ারি দেয় পরিবারের সদস্যরা। তাদের দাবি, অভিযুক্ত কিশোর একা হত্যা করেনি। খুনের সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তার করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খুন হয়েছে একাদশ শ্রেণির ছাত্র অভিনব।
  • তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখে পুলিশ।
Advertisement