shono
Advertisement
Uttar Pradesh

ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা! সম্মান বাঁচাতে পিটিয়ে 'খুন' করে গ্রেপ্তার যোগীরাজ্যের তরুণী

খুনের সময় ব্যবহার হওয়া অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
Published By: Anustup Roy BarmanPosted: 01:07 PM Jan 02, 2026Updated: 02:45 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। ধর্ষণের চেষ্টা করে নির্যাতিতার হাতেই খুন তরুণী! গ্রেপ্তারও করা হয়েছে তাঁকে! বছরের শুরুতেই, এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়। 

Advertisement

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বান্দা জেলায় ১৮ বছর বয়সি এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, যৌন নির্যাতনের চেষ্টা করা এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার, এই কথা জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, বছরের প্রথমদিন, বৃহস্পতিবার মুরওয়াল গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাজেন্দ্র সিং রাজাওয়াত জানিয়েছেন, বিকেল ৩.৩০ মিনিট নাগাদ একটি বাড়িতে সুখরাজ প্রজাপতির মৃতদেহ পাওয়া যায়। তাঁর বয়স ৫০ বছর। জানা গিয়েছে, তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তরুণীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে পুলিশ। সেদিন রাতেই গ্রেপ্তার করা হয় ওই তরুণীকে। পাশপাশি, খুনের সময় ব্যবহার হওয়া অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশি জিজ্ঞাসাবাদের সময় ওই তরুণী জানিয়েছেন, নিহত সুখরাজ জোর করে ওই তরুণীর বাড়িতে ঢুকে তাঁকে যৌন নির্যাতনের চেষ্টা করে। তাঁর দাবি, আত্মরক্ষার চেষ্টায়, ঘরে রাখা 'কুঠার' দিয়ে সুখদেবকে আঘাত করেন তিনি। এতেই মৃত্যু হয় সুখদেবের। পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ফের যোগীরাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধর্ষককে খুন করে গ্রেপ্তার তরুণী।
  • এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়। 
  • বান্দা জেলায় ১৮ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement