shono
Advertisement

Breaking News

শিক্ষকের পিঠে ম্যাসাজ করছে পড়ুয়া, দেখুন ভাইরাল ভিডিও

কী হল ওই শিক্ষকের? The post শিক্ষকের পিঠে ম্যাসাজ করছে পড়ুয়া, দেখুন ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 12:42 PM Dec 22, 2017Updated: 07:12 AM Dec 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষক ও ছাত্রের সম্পর্ককে অন্যতম পবিত্র সম্পর্ক বলা হয়। কিন্তু সাম্প্রতিক কালে একের পর এক এমন ঘটনা প্রকাশ্যে আসছে, যেখানে গুরু-শিষ্যের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। ছত্তিশগড়ের পর এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশ। সেখানকার দামোহ জেলার মাদিয়াদোর একটি সরকারি স্কুলে এক শিক্ষক তাঁর ছাত্রকে দিয়ে পিঠে ম্যাসাজ করালেন। সেই ভিডিও এবার ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

ঠিক কী ঘটেছে ওই স্কুলে? ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত শিক্ষক ক্লাসের মধ্যেই শুয়ে রয়েছেন উপুড় হয়ে। তাঁর পিঠের উপর উঠে দাঁড়িয়ে ব্যাক ম্যাসাজ করছে। ম্যাসাজ পেতে পেতে শিক্ষকের চোখ প্রায় বুজে এসেছে। ক্লাসেই উপস্থিত অন্য কোনও ছাত্র সম্ভবত ভিডিওটি তুলেছে। কিন্তু এই ভিডিও এখন ইন্টারনেটের দৌলতে ভাইরাল হয়ে গিয়েছে।

অভিযোগ পেয়ে মধ্যপ্রদেশের স্কুল শিক্ষামন্ত্রী দীপক জোশী জানিয়েছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলা স্কুল পরিদর্শককে। পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করা হতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর এমন ঘটনা ঘটল কীভাবে? একজন শিক্ষকের কাজ, তাঁর ছাত্রদের চারিত্রিক দৃঢ়তা গড়ে তোলা, তাঁর মনের অন্ধকার দূর করা। তা না করে কোনও শিক্ষক যদি ক্লাসের ভিতর ছাত্রদের দিয়ে গা-হাত পা টেপান, সেটা কি ভবিষ্যত প্রজন্মের কাছে কোনও বার্তা পৌঁছে দিতে পারবে, উঠছে প্রশ্ন।

দেখুন ভাইরাল ভিডিও:

#WATCH Madhya Pradesh: Teacher caught on camera getting a back massage from a student in a Govt school in Damoh’s Madiyado pic.twitter.com/9Ghvo8poLC

— ANI (@ANI) December 22, 2017

The post শিক্ষকের পিঠে ম্যাসাজ করছে পড়ুয়া, দেখুন ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement