shono
Advertisement
Weather Update

দাবদাহের মধ্যেই বর্ষা নিয়ে বড়সড় আপডেট মৌসম ভবনের

আবহাওয়ায় 'এল নিনো'-র প্রভাব কী?
Posted: 06:48 PM Apr 15, 2024Updated: 07:42 PM Apr 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবদাহের মধ্যেই সুখবর। স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে দেশে। জানিয়ে দিল মৌসম ভবন। সোমবার আইএমডি জানিয়েছে, চলতি বছরের গোটা দেশে স্বাভাবিকের চেয়ে ৬ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে।

Advertisement

আশঙ্কা ছিল, এ বছর দেশের আবহাওয়ায় থাবা বসাতে পারে 'এল নিনো'। কিন্তু মৌসম ভবন বলছে, বর্ষার আগে তেমন পরিস্থিতি তৈরি নাও হতে পারে। এমনকী দুর্বল থাকতে পারে লা নিনা-ও। দেশে এবার ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে। তবে সব এলাকায় যে সমান পরিমাণে বৃষ্টি হবে, তা নিশ্চয়তা নেই। ফলে কোথাও অনাবৃষ্টি তো কোথাও অতিবৃষ্টিও হতে পারে। গড়ে ৮৭ শতাংশ বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

[আরও পড়ুন: ‘বিচারব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র’, চন্দ্রচূড়কে চিঠি ‘উদ্বিগ্ন’ ২১ প্রাক্তন বিচারপতির]

তাদের আরও দাবি, দেশের জলবায়ু বদলাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন পরিমাণে বৃষ্টি হওয়ার প্রবণতাটা আরও বাড়বে। ফলে কোথাও বন্য়া তো কোথাও খরা দেখা দিতে পারে। ১৯৭১ থেকে ২০২০ সাল পর্যন্ত বর্ষার রেখচিত্র পর্যবেক্ষণ করে আইএমডি জানিয়েছে, এর মধ্যে ২২টি বছরে ‘লা নিনা’ সক্রিয় ছিল। এর মধ্যে ২০টিতে স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছিল। ব্যতিক্রম ছিল কেবল ১৯৭৪ এবং ২০০০ সাল। এবারও 'এল নিনো'র প্রভাব থাকলেও ১০৬ শতাংশ বৃষ্টি হবে দেশজুড়ে।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে মিলল না স্বস্তি, নির্বাচনের সময়ে জেলেই কেজরিওয়াল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দাবদাহের মধ্যেই সুখবর।
  • স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে দেশে।
  • আইএমডি জানিয়েছে, চলতি বছরের গোটা দেশে স্বাভাবিকের চেয়ে ৬ শতাংশ বেশি বৃষ্টি হতে পারে।
Advertisement