shono
Advertisement

Breaking News

৮ মামলা, একবার সমন! দুর্নীতির অভিযোগই কুরসির লড়াইয়ে পিছিয়ে দিচ্ছে শিবকুমারকে

আয়কর, ইডি, সিবিআই, শিবকুমারের পিছনে পড়ে রয়েছে সব কেন্দ্রীয় এজেন্সিই।
Posted: 08:46 PM May 17, 2023Updated: 08:46 PM May 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শপথগ্রহণ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। অথচ, বুধবার পর্যন্ত মুখ্যমন্ত্রীর নামটাই ঘোষণা করতে পারেনি কংগ্রেস। কারণ মুখ্যমন্ত্রী চূড়ান্ত হয়নি। শেষে বাধ্য হয়ে ৭২ ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকমান্ড।

Advertisement

তবে এখনও পর্যন্ত যা খবর তাতে ডিকে শিবকুমার নন, দক্ষিণের রাজ্যটিতে মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস হাইকম্যান্ডের পছন্দ প্রবীণ সিদ্দারামাইয়া। শিবকুমারকে বুঝিয়ে শুনিয়ে উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণে রাজি করানোর চেষ্টা করছে হাত শিবির। কিন্তু শিবকুমার তাতে রাজি নন। তিনি মুখ্যমন্ত্রী পদের দাবিতে অনড়।

[আরও পড়ুন: পাক হিন্দু শরণার্থীদের বস্‌তিতে বুলডোজার, উচ্ছেদের আদেশ কংগ্রেস শাসিত রাজস্থানের]

শেষপর্যন্ত মঙ্গলবার দফায় দফায় বৈঠকেও সমাধানসূত্র বের হয়নি। আসলে কংগ্রেসের সিংভাগ বিধায়ক সিদ্দারামাইয়ার (Siddaramiah) পক্ষে। আবার ডিকে শিবকুমার (DK Shivkumar) দলকে বহু সংকট থেকে উদ্ধার করেছেন। কর্ণাটকে কংগ্রেসকে জেতানোর পিছনে তাঁর কৃতিত্ব কোনও অংশে কম নয়। তাছাড়া আসন্ন লোকসভা নির্বাচনেও তাঁকে প্রয়োজন হবে দলের। তাই তাঁকে কোনওভাবেই চটাতে রাজি ছিল না কংগ্রেস হাইকন্যান্ড। এই নিয়ে দু’দিন ধরে চলছিল আলোচনা। কিন্তু শেষপর্যন্ত ডিকে-কে পিছনে ফেলে দিয়েছেন সিদ্দা, এমনটাই খবর।

[আরও পড়ুন: অনলাইনেও পড়ার সুযোগ পাবে যোগীরাজ্যের গ্রামীণ স্কুলপড়ুয়ারা, অভিনব উদ্যোগ IIT কানপুরের]

কিন্তু কোন যুক্তিতে ডিকের থেকে এগিয়ে গেলেন সিদ্দা। আসলে শিবকুমারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ইডি, সিবিআই, আয়কর বিভাগ এমনকী, কর্ণাটকের লোকায়ুক্তও শিবকুমারের বিরুদ্ধে মামলা করে রেখেছে। সব মিলিয়ে মোট আটটি দুর্নীতির মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। একবার তাঁকে ইডি সমনও পাঠিয়েছে। সব মিলিয়ে দুর্নীতির অভিযোগে জেরবার কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি। যদিও এই সবকটি মামলাই ভুয়ো বলে দাবি শিবকুমারের। হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা বাতিল করার দাবিও জানিয়েছেন তিনি। তবে শোনা যাচ্ছে শিবকুমারের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগগুলিকেই হাতিয়ার করেছেন সিদ্দারামাইয়া। তিনি হাইকম্যান্ডকে জানিয়েছেন, দুর্নীতিতে অভিযুক্ত কাউকে সরকারের শীর্ষপদে বসালে মোটেই ভাল বার্তা যাবে না। আর সেটা শিবকুমারের নিজের জন্যও ভাল হবে না। কারণ মুখ্যমন্ত্রী হয়ে গেলেই বাড়বাড়ন্ত শুরু হবে কেন্দ্রীয় এজেন্সিগুলির। সূত্রের খবর, কংগ্রেস (Congress) হাইকমান্ড সিদ্দার এই দাবিকে গুরুত্ব দিয়েই দেখেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement