shono
Advertisement
Economic Survey

বাজেট পেশের আগে উপস্থাপন করা হবে অর্থনৈতিক সমীক্ষা, কী থাকবে রিপোর্টে?

দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ এটি পেশ করবেন।
Published By: Biswadip DeyPosted: 10:17 PM Jan 30, 2025Updated: 10:17 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার পেশ হবে তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তবে তার আগেই শুক্রবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আর প্রথম দিনই পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা। দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ সেটি পেশ করবেন।

Advertisement

কী এই অর্থনৈতিক সমীক্ষা? এককথায় বললে এটি একটি বিশদ রিপোর্ট কার্ড। যে কার্ডে গত অর্থবর্ষে দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ করা হয়। জিডিপি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের মতো নানা বিষয়কে বিবেচনা করেই এই রিপোর্ট তৈরি করা হয়। অর্থনীতিতে নয়া সম্ভাবনা এবং উদ্বেগের দিকেও অঙ্গুলীনির্দেশ করে অর্থনৈতিক সমীক্ষা। স্বাভাবিক ভাবেই এই সমীক্ষার দিকে নজর থাকবে সকলেরই।

মনে করা হচ্ছে, এবারের সমীক্ষায় দেশের আমদানি নির্ভরতার মতো নানা গুরুত্বপূর্ণ দিকে আলো ফেলা হবে। এক সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নাগেশ্বরণ। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, দেশের অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমেছে। তার জায়গায় পুনর্নবীকরণযোগ্য শক্তির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদান, উপকরণ এবং খনিজগুলির প্রতি নির্ভরতা বেড়েছে।

পাশাপাশি বেসরকারি খাতের দায়বদ্ধতাগুলিও খতিয়ে দেখা হবে সমীক্ষায়। কেননা সামাজিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী লাভের দিকটি নির্ভরই করে কর্মী নিয়োগ ও মূলধন নিয়োজনের উপরে। এদিকে সমীক্ষায় সরকারের রাজস্ব এবং ব্যয়ের মধ্যে পার্থক্য মূল্যায়নের দিকটিও বিবেচনা করা হবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, নাগেশ্বরণ তিন বছর ধরে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের জানুয়ারিতে কেভি সুব্রহ্মণ্যমের স্থলাভিষিক্ত হন তিনি। সেবছরের অর্থনৈতিক সমীক্ষার ঠিক আগে। সেবার থেকে ধরলে এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় বাজেট পেশের আগে এই সমীক্ষা পেশ করতে দেখা গিয়েছে তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার পেশ হবে তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তবে তার আগেই শুক্রবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন।
  • আর প্রথম দিনই পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা।
  • দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ সেটি পেশ করবেন।
Advertisement