shono
Advertisement
Maharashtra-Jharkhand Exit Polls

'বাস্তবের প্রতিফলন নয়', এক্সিট পোল খারিজ করল কংগ্রেস, আশাবাদী বিজেপি

বিভিন্ন সংস্থার এক্সিট পোল বলছে, দুই রাজ্যেই খানিকটা এগিয়ে বিজেপি জোট।
Published By: Subhajit MandalPosted: 09:16 PM Nov 20, 2024Updated: 09:16 PM Nov 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্সিট পোলের ফলাফল বলছে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুই রাজ্যেই সরকার গড়তে পারে বিজেপি জোট। কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ি মহারাষ্ট্রে অনেকটা পিছিয়ে। ঝাড়খণ্ডে লড়াইয়ে থাকলেও সে রাজ্যে ক্ষমতায় ফেরার ব্যাপারে নিশ্চয়তা নেই। স্বাভাবিকভাবেই এক্সিট পোলের ফলাফলে হতাশ হাত শিবির। প্রকাশ্যে অবশ্য কংগ্রেস বলছে, এই এক্সিট পোল বাস্তবের প্রতিফলন নয়।

Advertisement

মহারাষ্ট্রে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক রমেশ চেন্নিথালা বলছেন, "এই এক্সিট পোলের ফলাফল মিলবে না। আমরা আত্মবিশ্বাসী এই ফলাফল বদলাবেই। মহা বিকাশ আঘাড়ি সরকার গড়ার ব্যাপারে আশাবাদী। মানুষের ভরসা আমাদের সঙ্গে আছে। আমরা মানুষের ইস্যুতে কাজ করেছি। বিজেপি সবসময় দাঙ্গা, হিংসার রাজনীতি করেছে। আমার বিশ্বাস মহারাষ্ট্রের মানুষ আমাদের উপরই ভরসা রাখবে।"

ঝাড়খণ্ডের এক্সিট পোলে অবশ্য কোনও দল সরকার গড়তে পারে সেটার স্পষ্ট কোনও ইঙ্গিত নেই। একাধিক এক্সিট পোল সেরাজ্যে এগিয়ে রাখছে এনডিএ-কে। আবার কয়েকটি এক্সিট পোলে সেরাজ্যে এগিয়ে ইন্ডিয়া জোট। এক্সিট পোলের ফলাফল নিয়ে ঝাড়খণ্ডের শাসকদল জেএমএম নেতা আফিজুল হাসান বলছেন, "আমাদের ঝাড়খণ্ডী এক্সিট পোল বলছে আমরা পঞ্চাশের বেশি আসন পাব। অন্য কোনও এক্সিট পোলে আমাদের কোনও ভরসা নেই।" ঝাড়খণ্ডের কংগ্রেস নেতাদেরও দাবি, সেরাজ্যে তাঁরাই সরকার গড়বেন।

এদিকে বিজেপি দুই রাজ্যেই সরকার গড়ার ব্যাপারে আশাবাদী। বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলছেন, "আমরা আশাবাদী যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুই রাজ্যেই আমরা সরকার গড়ব। এমনকী উত্তরপ্রদেশের ৯ আসনের উপনির্বাচনেও ভালো ফল করব।" বিজেপি নেতা আর পি সিংয়ের দাবি, "দুই রাজ্যেই জনতা বিজেপিকে আশীর্বাদ করবে। আমাদের জয় নিয়ে কোনও সংশয় নেই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক্সিট পোলের ফলাফল বলছে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুই রাজ্যেই সরকার গড়তে পারে বিজেপি জোট।
  • কংগ্রেস নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাড়ি মহারাষ্ট্রে অনেকটা পিছিয়ে।
  • ঝাড়খণ্ডে লড়াইয়ে থাকলেও সে রাজ্যে ক্ষমতায় ফেরার ব্যাপারে নিশ্চয়তা নেই।
Advertisement