অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: নতুন ইনটেক ওয়েল চালু করার জন্য এবার দুদিন শুক্রবার ও শনিবার শহরে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শিলিগুড়ি পুরনিগম।
এতদিন একটিমাত্র ইনটেক ওয়েল থাকায় মাঝেমধ্যেই শহরে জলকষ্টে ভুগেছে শহরের বাসিন্দারা। তাই নতুন ইনটেক ওয়েলের সঙ্গে এবার পুরনোটা সংযোগ করা হবে। তাই জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ি পুরনিগমে সাংবাদিক সম্মেলন করে মেয়র গৌতম দেব বলেন, "বিকল্প ব্যবস্থা করেই জল বন্ধ রাখা হচ্ছে। কেউ কোনও সমস্যায় পড়বে না।"
শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডেই কমবেশি জলকষ্ট হয়েছে। একটিমাত্র ইনটেক ওয়েলে পলিমাটি জমে গেলেই জল পরিষেবা ব্যহত হত। এমনকি উৎসবের মরশুমেও পানীয় জলের সমস্যা হয়েছিল। তা শুনে বেজায় ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই ৬ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে নতুন ইনটেক ওয়েল তৈরি করা শুরু করে পুরনিগম। সম্প্রতি পাহাড় সফরে এসে মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভারচুয়ালি এই ইনটেক ওয়েলের উদ্বোধন করেন। এবার এই ওয়েল চালু করতে চলেছে পুরনিগম। তাই শুক্রবার ও শনিবার জল পরিষেবা বন্ধ রাখা হবে।
তার জন্য পুরনিগম ২৬টি জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠিয়ে দেবে। এমনকি প্রায় ১ লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। সহযোগিতার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বলা হয়েছে। তাদের থেকে ৫টা ট্যাঙ্ক নেওয়া হচ্ছে। তবে পুরনিগম চেষ্টা করছে দুদিনের আগেই কাজ শেষ করতে। এ বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, "একটি ইনটেক ওয়েল থাকায় জলকষ্টে ভুগতে হয়েছে বাসিন্দাদের। এবার এই ইনটেক ওয়েল চালু হলে একটা বন্ধ হলেও জলের সমস্যা হবেনা। কারণ বিকল্প ব্যবস্থা থেকে গেল। আমরা দুদিনের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করেছি। তার পরেও আমরা বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই অসুবিধার জন্য। তবে আমরা চেষ্টা করব দুদিনের আগেই এই সংযোগের কাজ সম্পন্ন করে ফেলব।"