সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই এক মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছিল, মার্কিন মুলুকে খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে (Gurpatwant Singh Pannun) খুনের ছক কষছে ভারত। সেই জঙ্গিই এবার হুমকি দিল সংসদে হামলার। ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা হয়েছিল। সেই দিনটিতেই সংসদে হামলা করবে খলিস্তানিরা। এমনই হুমকি দিল পান্নুন। ওইদিনের আগে বা পরে হামলার হুমকি দিয়েছে সে। যে ভিডিওয় সে ওই হুমকি দিয়েছে তার শিরোনাম ‘দিল্লি বনেগা খলিস্তান’।
ঠিক কী দাবি পান্নুনের? তাকে বলতে শোনা গিয়েছে, ভারতীয় সংস্থাগুলি তাকে হত্যার ছক কষলেও ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে ১৩ ডিসেম্বরের আগে বা পরে খলিস্তানিরা (Pakistan) সংসদে হামলা করবে। উল্লেখ্য, সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই খলিস্তানি নেতার এই হুমকি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
[আরও পড়ুন: ভয় দেখিয়ে মমতার সঙ্গছাড়া করা যাবে না! বিধানসভায় হুঙ্কার ফিরহাদের]
ভিডিওটি ছড়িয়ে পড়তেই সতর্ক কেন্দ্র। গোয়েন্দা সংস্থাগুলির দাবি, আইএসআইয়ের কাশ্মীর-খলিস্তান গোষ্ঠী কে-২-ই পান্নুনকে সংসদে হামলার উসকানি দিয়েছে। উল্লেখ্য, কানাডার মাটিতে খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ আনে কানাডা। যদিও এখনও সেই অভিযোগের প্রমাণ মেলেনি, তবে ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হয়েছে। এহেন পরিস্থিতিতেই প্রকাশ্যে আসে পান্নুনকে খুনের ছক নিয়ে মার্কিন রিপোর্ট। এবার পান্নুন হুমকি দিল সংসদে হামলার।