shono
Advertisement
Uttar Pradesh

বারাণসীর পর এবার কাসগঞ্জ! ফের যোগীরাজ্যে গণধর্ষিতা তরুণী

পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
Published By: Biswadip DeyPosted: 05:30 PM Apr 13, 2025Updated: 05:30 PM Apr 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাণসীর গণধর্ষণ নিয়ে তোলপাড় উত্তরপ্রদেশ। একসপ্তাহের বেশি সময় ধরে পুলিশ তল্লাশি চালিয়েও ১১ জন অভিযুক্তকে এখনও ধরতে পারেনি। তার মধ্যেই রাজ্যের কাসগঞ্জে ফের এক গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত ১০ এপ্রিল ১৭ বছরের ওই কিশোরী নির্যাতনের শিকার হয়। তবে পরিবারের তরফে গতকাল, শনিবার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ৫ অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে।

Advertisement

কাসগঞ্জ থানার পুলিশ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ সূত্রের দাবি, নির্যাতিতা তাঁর হবু স্বামীর সঙ্গে ঝাল এলাকার এক সেতুতে বেড়াতে যান। সেখানেই তাঁদের ঘিরে ধরে কটূক্তি করতে থাকে সাত-আটজন। পরে তরুণীর বাগদত্তকে মারধরও করা হয়। কেড়ে নেওয়া হয় সঙ্গে যা ছিল। তারপর তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। প্রথমে বাড়িতে কিছু না জানালেও নির্যাতিতা ক্রমেই অসুস্থ হয়ে পড়েন। এরপরই বিষয়টি পরিবারের নজরে আসে। তখন তারা পুলিশে অভিযোগ দায়ের করে।

এর আগে বারাণসীতে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। গত ২৯ মার্চ ওই তরুণীকে এক বন্ধু হুকা বারে নিয়ে যায় বলে দাবি করেছে নির্যাতিতার পরিবার। এরপর ৪ এপ্রিল পুলিশে নিখোঁজ ডায়রি করে তারা। সেদিনই ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। কিন্তু পুলিশ কর্তার দাবি, সেই সময় কোনও যৌন নির্যাতনের অভিযোগ তোলা হয়নি। দু’দিন পরে ৬ এপ্রিল এফআইআর করা হয়। সেখানেই গণধর্ষণের অভিযোগ করা হয়। পরে প্রধানমন্ত্রী মোদি বারাণসীতে এলে তিনি এই বিষয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশের কাসগঞ্জে ফের এক গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • অভিযোগ, গত ১০ এপ্রিল ১৭ বছরের ওই কিশোরী নির্যাতনের শিকার হয়।
  • তবে পরিবারের তরফে গতকাল, শনিবার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ৫ অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে।
Advertisement