সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যেমন উন্নত সামরিক প্রযুক্তির দেশগুলি থেকে আমদানি করা হচ্ছে অত্যাধুনিক অস্ত্র, তেমনই দেশিয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে ব্রহ্মাসের মতো শক্তিশালী সুপারসনিক মিশাইল। সব মিলিয়ে সামরিক শক্তিতে পিছিয়ে নেই ভারত। আমেরিকা, রাশিয়া, চিনের পরেই তার স্থান। শৌর্য্যে, বীর্যে ভারতীয় সেনার (Indian Army) অন্যতম শক্তি গোলন্দাজ বাহিনী। ২৮ সেপ্টেম্বর ‘গানার্স ডে’ (Gunners Day) পালন করে গোলন্দাজ বাহিনী। বৃহস্পতিবার ১৯৭তম গোলন্দাজ দিবসে সমস্ত পদমর্যদার সেনাকর্মীদের শুভেচ্ছা জানাল সেনা। এইসঙ্গে প্রকাশ্যে এল একটি ভিডিও। যা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
১ মিনিট ২ সেকেন্ডের উপভোগ্য ভিডিওটি গোলোন্দাজ বাহিনীর শক্তি ও সক্ষমতার দুরন্ত উদাহরণ। দেখা গেল-কীভাবে অগ্নিবৃষ্টি করে ভারতীয় গোলন্দাজ বাহিনী। বিভিন্ন ধরনের কামান, ট্যাঙ্ক থেকে গোলা ছোড়ার দৃশ্য শিউরে উঠবে চিন থেকে পাকিস্তান। দেখুন সেই ভিডিও।
[আরও পড়ুন: ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে সময় চায় কমিশন, আগামী সপ্তাহে দাখিল হতে পারে রিপোর্ট]
২০২১ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় সেনার বাজেট ৫০০০ কোটি মার্কিন ডলার। সৈন্য সংখ্যা ১,৩২৫,০০০। ট্যাঙ্কের সংখ্যা ৬,৪৬৪। মোট যুদ্ধ বিমানের সংখ্যা ১,৯০৫। মোট সাবমেরিন ১৫। সক্রিয় সৈন্য সংখ্যার বিচারে ভারত অন্যতম শক্তিশালী একটি দেশ। ভারত পারমাণবিক শক্তি সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ,চিন ও রাশিয়ার পর ভারতের ট্যাঙ্কের সংখ্যা সর্বাধিক। গত দুই বছরে সেনার শক্তি আরও বেড়েছে।