shono
Advertisement
Axar Patel

পুত্রসন্তানের বাবা হলেন অক্ষর প্যাটেল, নীল জার্সিতে স্বাগত জানালেন 'ভারতের খুদে ভক্তকে'

কী নাম রাখলেন ছেলের?
Published By: Arpan DasPosted: 09:16 AM Dec 25, 2024Updated: 09:16 AM Dec 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা হলেন অক্ষর প্যাটেল। পুত্রসন্তান আগমনের খবর সোশাল মিডিয়ায় জানালেন অক্ষর ও তাঁর স্ত্রী মেহা। ছেলের নাম রেখেছেন হক্স। ১৯ ডিসেম্বর সন্তান জন্মালেও মঙ্গলবার রাতে সুখবর ভাগ করে নেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার।

Advertisement

সোশাল মিডিয়ায় সন্তানকে ভারতের জার্সি পরিয়ে ছবি পোস্ট করেছেন। তাতে লেখা, 'ভারতের জন্য গলা ফাটাতে তৈরি'। সঙ্গের ক্যাপশনে প্যাটেল দম্পতি লিখেছেন, 'ও এখনও বুঝতে পারছে না কোনটা অফসাইড, কোনটা লেগসাইড। কিন্তু মেন ইন ব্লু-র ভক্তদের সঙ্গে ওর পরিচয় করানোর আর তর সইল না। তোমাকে স্বাগত জানাই হক্স। ভারতের সবচেয়ে ছোট্ট, কিন্তু সবচেয়ে বড় সমর্থক। আর আমাদের হৃদয়ের সব থেকে দামি অংশ।'

সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলে ডেকে নেওয়া হয় তনুশ কোটিয়ানকে। কেন অক্ষরকে ডাকা হয়নি তার কারণ হিসেবে রোহিত শর্মা বলেছিলেন, "অক্ষরের সদ্য সন্তান হয়েছে। ও এখনই এখানে আসতে পারবে না।" যদিও অক্ষর তখন আনুষ্ঠানিকভাবে সন্তান জন্মানোর খবর জানাননি। রোহিত নিজেও পারথ টেস্ট খেলতে পারেননি দ্বিতীয়বার বাবা হওয়ায়। কিন্তু রোহিতের বক্তব্যের পরই সোশাল মিডিয়ার হক্সর আগমনের খবর জানালেন তিনি। আর তারপরই অনেকে কমেন্ট করছেন, 'বাপু এবার বাপু হলেন'। কারণ অক্ষরের ডাকনাম 'বাপু'।

উল্লেখ্য, অক্টোবর মাসেই প্যাটেল দম্পতি সন্তান আগমনের খবর জানিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অক্ষরের। সেমিফাইনালের সেরা প্লেয়ারও হয়েছিলেন। ২০২৩-র জানুয়ারিতে বিয়ে হয় অক্ষর ও মেহার। তিনি পেশায় নিউট্রিশনিস্ট ও ডায়টেশিয়ান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবা হলেন অক্ষর প্যাটেল। পুত্রসন্তান আগমনের খবর সোশাল মিডিয়ায় জানালেন অক্ষর ও তাঁর স্ত্রী মেহা।
  • ছেলের নাম রেখেছেন হক্স।
  • ১৯ ডিসেম্বর সন্তান জন্মালেও মঙ্গলবার রাতে সুখবর ভাগ করে নেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অলরাউন্ডার।
Advertisement