shono
Advertisement

ম্যাচ চলাকালীন ৪ ভারতীয় ক্রিকেটারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, ক্ষোভে ফুঁসছে বিসিসিআই

কী বললেন বোর্ডের সহ–সভাপতি?‌
Posted: 03:45 PM Jan 09, 2021Updated: 06:28 PM Jan 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ সিডনি টেস্ট (Sydney Test) ঘিরে দেখা দিল এবার নয়া বিতর্ক। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ–সহ চার ভারতীয় ক্রিকেটারকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠল কয়েকজন অজি সমর্থকের বিরুদ্ধে। সরকারিভাবে যা নিয়ে ইতিমধ্যে অভিযোগও জানিয়েছে টিম ইন্ডিয়া । 

Advertisement

সিডনি টেস্টে তৃতীয় দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া (Australia)। এদিন ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৪৪ রানে। ৯৪ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে খেলতে নামে অস্ট্রেলিয়া। তখন ফিল্ডিংয়ের সময়ই অজি সমর্থকদের কয়েকজন সিরাজ–বুমরাহদের উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ। এরপর গোটা বিষয়টি ভারত অধিনায়ক আজিঙ্ক রাহানে আম্পায়ারদের জানান। পরবর্তীতে সরকারিভাবে অভিযোগ জানায় টিম ইন্ডিয়া। জানা গিয়েছে, ওই সমর্থকরা মদ্যপ অবস্থায় ছিলেন। তখনই তাঁরা ক্রিকেটারদের অপমান করেন। যা খবর, দিনের খেলা শেষে ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানে, আম্পায়ার এবং নিরাপত্তাকর্মীদের মধ্যে এ নিয়ে একপ্রস্থ বৈঠকও হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ক্রীড়াদুনিয়ায় নিন্দার ঝড় বয়ে গিয়েছে। কারণ বিশ্বে কোনও ধরনের খেলাতেই এধরনের ঘটনা মেনে নেওয়া হয় না। এখন দেখার টিম ইন্ডিয়ার অভিযোগের পর কী ব্যবস্থা নেই ক্রিকেট অস্ট্রেলিয়া।

[আরও পড়ুন: সিডনি টেস্টে পন্থের পর চোটের কবলে জাদেজাও, তৃতীয় দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া]

এদিকে, এদিনের ঘটনার পর কড়া বার্তা দিয়েছে ভারতীয় বোর্ড। বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল সংবাদসংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে বলেন, ‘‌‘ক্রিকেট সবসময় জেন্টলম্যানস গেম। এধরনের কোনও ঘটনা কখনই কাম্য নয়। আপাতত টিম ম্যানেজমেন্ট বিষয়টি দেখছে। তবে গোটা ঘটনাটি সম্পর্কে ভারতীয় বোর্ড এবং আইসিসি অবগত। এমনকী আইসিসির নিয়মে এই ধরনের ঘটনা ঘটলে শাস্তির বিধানও রয়েছে। আশা করি এই ধরনের ঘটনা বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে অজি প্রশাসন এবং সেদেশের বোর্ড।’‌’‌

প্রসঙ্গত, কুখ্যাত ‘মাঙ্কিগেট’ও ঘটেছিল একই মাঠে, সিডনিতে। যেখানে অ্যান্ড্রু সাইমন্ডস অভিযোগ তুলেছিলেন যে, ভারতীয় অফস্পিনার হরভজন সিং তাঁকে ‘বাঁদর’ বলেছেন। কিন্তু সেই ঘটনার শুনানির পর নির্দোষ প্রমাণিত হন হরভজন। পরিষ্কার হয়ে যায়, তিনি ও রকম কিছুই বলেননি।

[আরও পড়ুন: সিডনি টেস্ট: ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়ে হাসপাতালে পন্থ, মাঠে নামলেন ঋদ্ধিমান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement