সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও পর্যন্ত মারডেকা কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। সেই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার সুনীল ছেত্রীরা আয়োজক মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামছেন। যুদ্ধের কারণে প্যালেস্টাইন শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মাত্র তিনটি দল। ভারত, মালয়েশিয়া এবং তাজিকিস্তান। ভারত বনাম মালয়েশিয়ার ম্যাচের বিজয়ীরা ফাইনালে তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে। ফর্ম এবং পারফরম্যান্সের বিচারে মালয়েশিয়া কিছুটা হলেও এগিয়ে রয়েছে ভারতের থেকে। তবে সুনীল ছেত্রীদের সাম্প্রতিক ফর্মও ভাল।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে নামার আগে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac) অবশ্য প্রতিপক্ষ মালয়েশিয়াকে এগিয়েই রাখছেন। তিনি বলেন, “গত কয়েকমাস ধরে মালয়েশিয়া যে দুরন্ত ফর্মে আছে, তা জানি। ওদের কোচ বেশ ভালো। দলে বেশকিছু দক্ষ ফুটবলার রয়েছে। তার উপর দর্শক সমর্থনও পাবে ওরা।” বুকিত জালিল স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে আশা করা যাচ্ছে প্রায় নব্বই হাজার দর্শক উপস্থিত থাকবেন। যা মালয়েশিয়াকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করছেন স্টিমাচ। বলছিলেন, “প্রথম ম্যাচে মালয়েশিয়া যে বাড়তি সুবিধা নিয়ে নামবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ওরা ঘরের মাঠে, নিজেদের দর্শকের সামনে খেলবে। তবে আমরা চমক দিতে তৈরি।”
[আরও পড়ুন: অনলাইনে ভারত-পাক ম্যাচ দেখবেন? মাথায় রাখুন নেটের খরচ বাঁচানোর এই টিপস]
তবে একইসঙ্গে স্টিমাচ জানিয়েছেন, ভারতীয় দল (Indian Football Team) এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ভারত এই টুর্নামেন্টে ১৭ বার অংশ নিয়েছে। তবে কোনওবারই চ্যাম্পিয়ন হতে পারেনি। এ প্রসঙ্গে ভারতীয় দলের কোচ বলেন, “এই প্রতিযোগিতার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবহিত আছি। আমরা সর্বোতভাবে চেষ্টা করব দু’টি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার। নিজেদের সেরাটা মেলে ধরতে প্রস্তুত।” তবে একইসঙ্গে বলেছেন যে, তাঁদের কিছুটা হলেও সতর্ক থাকতে হবে, যাতে ফুটবলারদের চোট-আঘাত না লাগে।
তাঁর বক্তব্য, “নভেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমাদের সামনে সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার। এই বিষয়গুলিও আমাদের মাথায় রেখে খেলতে হবে।” উল্লেখ্য, এর আগে ভারত মারডেকা কাপে দু’বার রানার্স হয়েছে। এবার সুনীল ছেত্রীরা চ্যাম্পিয়ন হতে পারে কি না, সেটাই দেখার।
[আরও পড়ুন: নেশামুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে খুন! ক্ষোভে ব্যাপক ভাঙচুর, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী]
আজ মারডেকা কাপে মালয়েশিয়া বনাম ভারত
সন্ধ্যা ৬.৩০, কুয়ালা লামপুর
সম্প্রচার ইউরোস্পোর্ট এবং ফেডারেশন ইউটিউব চ্যানেলে