shono
Advertisement

Breaking News

আইএসএল শেষের আগেই প্রস্তুতি শুরু স্টিমাচের, কলকাতাতেই হবে জাতীয় শিবির

চলতি মরশুমে আই লিগ, আইএসএলের খেলা দেখতে মাঠে গিয়েছেন স্টিমাচ।
Posted: 01:13 PM Feb 26, 2023Updated: 01:13 PM Feb 26, 2023

শিলাজিৎ সরকার: আইএসএল শেষ হওয়ার আগেই এশিয়ান কাপের (Asian Cup) প্রস্তুতি শুরু দিতে চাইছেন ভারতীয় দলের (Indian Football Team) কোচ ইগর স্টিমাচ। তাই ১৪ মার্চ থেকেই জাতীয় দলের শিবির শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবারও জাতীয় শিবির বসছে কলকাতায়। রাজারহাটে ফেডারেশনের সেন্টার অফ এক্সেলেন্সে দিন সাতেক এই শিবির চলবে। মার্চের শেষ সপ্তাহে ইম্ফলে ত্রিদেশীয় ফিফা ফ্রেন্ডলি টুর্নামেন্টে নামবে ভারত। সেখানে ভারত ছাড়াও কিরঘিজস্তান এবং মায়নমার খেলবে। কলকাতা থেকেই সরাসরি ইম্ফল যাবে ভারতীয় দল।

Advertisement

শনিবাসরীয় ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলেন স্টিমাচ (Igor Stimac)। সেখানেই তিনি বলেন, “১৪ মার্চ কলকাতায় জাতীয় শিবির শুরু হবে। ৭-৮ দিন শিবির চলবে। তবে শিবিরে কোনও প্রস্তুতি ম্যাচ খেলব না। মরশুমের এই পর্যায়ে ফুটবলাররা ক্লান্ত থাকবে। ওদের বিশ্রামের দিকটাও মাথায় রাখতে হচ্ছে।” বেঙ্গালুরু এফসির হয়ে সুনীল ছেত্রীর পারফরম‌্যান্স প্রসঙ্গে বললেন, “ও যত কম খেলবে আমার জন্য তত ভাল। ওকে অনেক তরতাজা পাওয়া যাবে।”

[আরও পড়ুন: যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র সিউড়ি]

চলতি বছর আইএসএল তো বটেই, আই লিগের ম্যাচ দেখতেও মাঠে গিয়েছেন স্টিমাচ। তবে আই লিগে তেমন কোনও ভাল ফুটবলার নজরে পড়েনি বলেই জানিয়েছেন তিনি। সঙ্গে বললেন, “ভারতীয় ফুটবলারদের মান এখনও আন্তর্জাতিক পর্যায়ের নয়। তাই আইএসএলে অনেকেই ভাল খেলে, কিন্তু আন্তর্জাতিক ম্যাচে দাপট দেখাতে পারে না। বিশেষত উইঙ্গাররা।”

তবে এবার আইএসএলের সঙ্গে ডুরান্ড কাপ এবং সুপার কাপ হওয়ায় খুশি স্টিমাচ, “একজন ফুটবলারের মরশুমে অন্তত ৪০টা ভাল ম্যাচ খেলা প্রয়োজন। ডুরান্ডে অনেক দল তাদের রিজার্ভ স্কোয়াড পাঠিয়েছে। এমন ম্যাচ খেলে খুব একটা লাভ হবে না।” এদিন ডার্বি দেখে অবশ্য মন ভরেনি স্টিমাচের। 

[আরও পড়ুন: ২৬ ফেব্রুয়ারি-৩ মার্চ Horoscope: আয়ের নতুন পথ পাবেন মিথুন রাশির জাতকরা, আপনার কেমন কাটবে সপ্তাহটি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement