shono
Advertisement

কিংস কাপে আজ সামনে লেবানন, প্রতিপক্ষ চেনা হওয়ায় চাপমুক্ত ভারতের কোচ

এদিন ভারতের ম্যাচের পরই ফাইনালে আয়োজক থাইল্যান্ডের মুখোমুখি হবে ইরাক।
Posted: 01:56 PM Sep 10, 2023Updated: 01:56 PM Sep 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টার কন্টিনেন্টাল কাপে জোড়া সাক্ষাৎ। তারপর সাফ চ্যাম্পিয়নশিপে লড়াই। এবার কিংস কাপেও মুখোমুখি হচ্ছে ভারত আর লেবানন। প্রতিপক্ষ অচেনা নয়। তাও সাবধানী ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ।

Advertisement

আজ, রবিবার ভারতীয় সময় বিকালে কিংস কাপের (Kings Cup2023) তৃতীয় স্থানাধিকারী নির্ণয়ের ম্যাচে স্টিমাচের দলের প্রতিপক্ষ লেবানন। যে প্রতিপক্ষের বিরুদ্ধে গত জুলাই আর আগস্টে তিনবার খেলেছেন স্টিমাচরা। একবার ড্র হয়েছে ম্যাচ। আর দু’বারই শেষ হাসি হেসেছে ভারত (Indian Football Team)। ঘটনাচক্রে সেই দু’টি ম্যাচ ছিল দুই প্রতিযোগিতার ফাইনাল। তবে এবার লেবাননের মুখোমুখি হওয়ার আগে সেই প্রসঙ্গই শোনা গেল স্টিমাচের মুখে। বললেন, “এই দুই দেশ এখন নিয়মিতভাবে মুখোমুখি হচ্ছে। তিন মাসের মধ্যে এটা চতুর্থ সাক্ষাৎ। ফলে দু’পক্ষই একে অপরকে ভালভালে চেনে। আর কিছুই গোপন নেই। তাই কোচদের জন্য কাজটা বেশ সহজ। শুধু নিজেদের খেলায় ফোকাস করাই যথেষ্ট।”

[আরও পড়ুন: পরনে রঙিন ঘাগরা, হাতে চুড়ি, প্ল্যাকার্ড নিয়ে ডেঙ্গুর প্রচারে বহুরূপী ‘গোলাপসুন্দরী’]

এদিন ভারতের ম্যাচের পরই ফাইনালে আয়োজক থাইল্যান্ডের মুখোমুখি হবে ইরাক। যদিও সেই ম্যাচে মধ্য-প্রাচ্যের দেশটির বদলে ভারতের থাকার কথা বলে মনে করছেন স্টিমাচ। তিনি বললেন, “শক্তিশালী ইরাকের বিরুদ্ধে আমার ছেলেদের খেলায় খুশি। ওরা লড়েছে, দু’বার লিড নিয়েছে।” শনিবার বিকালের পর ঘণ্টা দেড়েক অনুশীলন করেন গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্ঘান, মহেশ সিংরা। চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে চাপমুক্ত ফুটবল খেলার পরামর্শই দলকে দিয়েছেন স্টিমাচ।

আজ কিংস কাপে:
লেবানন বনাম ভারত
বিকাল ৪.০০, চিয়াং মেই
ইউরোস্পোর্ট ও ফিফা প্লাস টিভি

[আরও পড়ুন: মণিপুরে ‘সাধারণ নাগরিক’দের উপর গুলিবর্ষণ সেনার! তীব্র নিন্দা করল রাজ্য সরকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement