shono
Advertisement

এবার রূপান্তরকামীদের স্বীকৃতি ভারতীয় রেলেও

এক্ষেত্রে সব ধরনের রূপান্তরকামীদেরই পুরো ভাড়া দিয়ে ট্রেন যাত্রা করতে হবে৷ The post এবার রূপান্তরকামীদের স্বীকৃতি ভারতীয় রেলেও appeared first on Sangbad Pratidin.
Posted: 05:48 PM Nov 27, 2016Updated: 12:18 PM Nov 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিচ্ছে ভারতীয় রেল৷ অর্থাৎ এবার থেকে অনলাইনে টিকিট সংরক্ষণের ক্ষেত্রে তালিকায় পুরুষ এবং মহিলার পাশাপাশি থাকবে রূপান্তরকামীদের জন্য আলাদা  বিভাগও৷

Advertisement

ভারতীয় রেলে রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিতে দিল্লি হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন দিল্লিরই এক আইনজীবী জামশেদ আনসারি৷ রেলমন্ত্রকের বিরুদ্ধে তিনি ১৪, ১৫, ১৯, এবং ২১ নম্বর ধারা অবমাননার অভিযোগ তোলেন৷ তাঁর দাবি, রূপান্তরকামীদের জন্য ট্রেনে বিশেষ কামরা এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা নেই৷ গত ফেব্রুয়ারিতে ওই আইনজীবীকে প্রস্তাবটি রেলমন্ত্রকের সামনে রাখার নির্দেশ দেয় হাই কোর্ট৷ তারই ফলস্বরূপ আইআরসিটিসি-তে যুক্ত হল এই নয়া নির্দেশিকা৷

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সংবিধানের ধারা মেনে রূপান্তরকামী, বৃহন্নলাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয়৷ সেই মতো রূপান্তরকামীদেরও তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্তিকরণে সম্মতি দিয়েছে রেলমন্ত্রক৷ এক্ষেত্রে সব ধরনের রূপান্তরকামীদেরই পুরো ভাড়া দিয়ে ট্রেন যাত্রা করতে হবে৷ টিকিট সংরক্ষণ ও বাতিলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে৷

The post এবার রূপান্তরকামীদের স্বীকৃতি ভারতীয় রেলেও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement