shono
Advertisement

৫ গিগাওয়াট সৌরশক্তি উৎপন্ন করছে ভারতীয় রেল

রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচির সঙ্গে মিলে যৌথ উদ্যোগে তৈরি ও সঞ্চয় করা হবে এই সৌরশক্তি৷ The post ৫ গিগাওয়াট সৌরশক্তি উৎপন্ন করছে ভারতীয় রেল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:01 PM Dec 08, 2016Updated: 01:31 PM Dec 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচির (UNDP) সঙ্গে গাঁটছড়া বাঁধল ভারতীয় রেল৷ যৌথ উদ্যোগে ভারতে ৫ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদন ও সঞ্চয় করতে অঙ্গীকারবদ্ধ হল দুই সংস্থা৷ ভারতীয় রেলের পক্ষ থেকে টুইট করে এই কথা ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার৷

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজস্থান ও গুজরাতেই সৌরশক্তি সঞ্চয় করে রাখার মতো পরিস্থিতি রয়েছে৷ তাই এই দুই রাজ্যেই সবার প্রথমে রুফটপে  ২৫ মেগাওয়াট ও মাটির উপরে ৫০ মেগাওয়াট সৌরশক্তি উৎপন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে৷ দ্বিতীয় ধাপে ন’টি অন্যান্য রাজ্যের রুফটপে ৬০ মেগাওয়াট ও মাটিতে ৬৬০ মেগাওয়াট সৌরশক্তি উৎপন্ন করা হবে৷ তৃতীয় ধাপে সারা ভারত জুড়ে তৈরি হবে সৌরশক্তি সঞ্চয় কেন্দ্র৷ ছাদের রুফটপে ৪০০ মেগাওয়াট ও ভূমিভাগে ৩,৮০০ মেগাওয়াট৷

কয়েক মাস আগেই রেল পরিচালনার ক্ষেত্রে সৌরশক্তির মতো পুনর্নবীকরণযোগ্য শক্তি সঞ্চয়ের উপর জোর দেওয়া হয়েছিল ভারতীয় রেলের পক্ষ থেকে৷ যৌথ এই উদ্যোগই তার প্রথম ধাপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

The post ৫ গিগাওয়াট সৌরশক্তি উৎপন্ন করছে ভারতীয় রেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement