shono
Advertisement

Breaking News

রেলপথেও চিনকে টেক্কা, এবার ইরান-তুরস্কে পণ্যবাহী ট্রেন পাঠাবে ভারত

দ্রুতই ভারতের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল... The post রেলপথেও চিনকে টেক্কা, এবার ইরান-তুরস্কে পণ্যবাহী ট্রেন পাঠাবে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 04:08 PM Mar 15, 2017Updated: 12:04 PM Mar 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান-সহ সাতটি দেশের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের সঙ্গে রেলপথে ইরান ও তুরস্ককে জুড়তে চলেছে ভারতীয় রেল৷ বুধবার আন্তর্মহাদেশীয় রেল চলাচল নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন রেলের কর্তারা৷ ইরান ও তুরস্কে পণ্যবাহী ট্রেন পাঠাতে চায় ভারত৷ পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে এই মেগা প্রজেক্টে শামিল হতে পারে নেপাল, ভুটান ও মায়ানমারও৷

Advertisement

ইতিমধ্যেই আন্তর্মহাদেশীয় রেল পরিষেবা চালু করে ফেলেছে চিন৷ বেজিংয়ের এই শ্রীবৃদ্ধিকেই এবার পাখির চোখ করেছে কেন্দ্রীয় সরকার৷ চিনা পণ্যবাহী ট্রেন ইউরোপে যাতায়াত করে৷ রেলমন্ত্রী সুরেশ প্রভু মনে করেন, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বুকে ভারতীয় রেলকে পৌঁছে দিতে পারলে দেশের বাণিজ্য ও অর্থনীতিতে জোয়ার আসবে৷ রাষ্ট্রসংঘ আয়োজিত এই বৈঠকে আন্তর্মহাদেশীয় রেল পরিষেবা নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রভু৷ কাঠমান্ডু থেকে দিল্লি ও কলকাতা পর্যন্ত ট্রেন চালানোর পক্ষেও সওয়াল করেছেন রেলমন্ত্রী৷

[গান গাওয়া হবে না, উঠতি গায়িকাকে ফতোয়া মৌলবাদীদের]

তিনি বলেন, “ভবিষ্যতে এশিয়াই হবে বিশ্বের আর্থিক বৃদ্ধির প্রধান কেন্দ্র৷ উল্লেখযোগ্য বিষয় হল, এশিয়ার শ্রীবৃদ্ধিতে কোন কোন দেশ কীভাবে অংশগ্রহণ করবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে৷” ভবিষ্যতে ঢাকা থেকে ইস্তানবুল পর্যন্ত ট্রেন চালাতে চায় নয়াদিল্লি৷ ওই ট্রেন বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ইরান ও তুরস্ক ছুঁয়ে যাবে৷ প্রভুর বক্তব্য, “ইতিমধ্যেই ঢাকার সঙ্গে ভারতের রেলপথে যোগাযোগ স্থাপিত হয়েছে৷ ভারত এই প্রকল্পের উপর গুরুত্ব দিলে গোটা এশিয়ার উন্নতি হবে৷” তবে এত বড় প্রকল্পকে সফল করতে হলে রাজনৈতিক সদিচ্ছারও দরকার রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন রেলমন্ত্রী৷

ভারতীয় রেলের ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রভু বলেন, “প্রথমেই প্রতিবেশী দেশগুলির সঙ্গে রেলপথে যোগাযোগ গড়ে তুলতে চায় ভারত৷ নেপাল, ভুটানের মতো দেশকে রেলপথের মাধ্যমে জুড়তে চাই আমরা৷” তিনি মনে করেন, কাঠমান্ডুর সঙ্গে নয়াদিল্লি ও কলকাতাকে জুড়ে দিতে পারলে রেলের আয় বাড়বে৷ সার্বিকভাবে দেশের জিডিপিও বাড়বে৷ প্রভু আরও জানিয়েছেন, শ্রীলঙ্কার সঙ্গে রেল নিয়ে বড় মাপের আলোচনা হচ্ছে ভারতের৷ পাকিস্তানের সঙ্গে ভারতের রেলপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছেই, পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও এ বিষয়ে জরুরি ভিত্তিতে আলোচনা চলছে৷ দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতের মধ্যে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মায়ানমারের সঙ্গেও রেলপথে ভারতকে জুড়তে চান প্রভু৷

[হামলার আশঙ্কা! মহানগরের সুরক্ষায় আসছে ‘মিসাইল শিল্ড’]

The post রেলপথেও চিনকে টেক্কা, এবার ইরান-তুরস্কে পণ্যবাহী ট্রেন পাঠাবে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement