shono
Advertisement

Breaking News

Neeraj Chopra

ব্রাসেলসে ডায়মন্ড লিগ ফাইনাল, সরাসরি যোগ্যতা অর্জন করলেন নীরজ

সবার নজরে নীরজ।
Published By: Krishanu MazumderPosted: 07:01 PM Sep 06, 2024Updated: 07:01 PM Sep 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড লিগের ফাইনালে নামার যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া। ব্রাসেলসে ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ডায়মন্ড লিগের ফাইনাল হবে। জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের পরে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন নীরজ।
গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে। জার্মানির জুলিয়ান ওয়েবার ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেচ ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। মলদোভার আনদ্রিয়ান মারদারে এবং জাপানের রডেরিক ডিন সেরা ছয়ে রয়েছেন। প্যারিস অলিম্পিকে ৯২.৯৭ মিটার ছুড়ে জ্যাভলিনে সোনা জেতেন আর্শাদ নাদিম। তিনি সেরা ছয়ে নেই।
চলতি মরশুমে ডায়মন্ড লিগের দুটো সংস্করণে অংশ নেন নীরজ। মে মাসে দোহায় অনুষ্ঠিত ডায়মন্ড লিগে ৮৮.৮৬ মিটার ছুড়ে দ্বিতীয় হন তিনি। লুসানেতেও নীরজ ৮৯.৪৯ মিটার ছুড়ে দ্বিতীয় হন।
নীরজ এখনও নব্বই মিটারের গণ্ডি অতিক্রম করতে পারেননি। প্যারিস অলিম্পিকে তাঁকে নিয়ে স্বপ্ন দেখেছিল দেশবাসী। কিন্তু সোনা জিততে পারেননি নীরজ। রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
প্যারিস অলিম্পিকের পরে দেশে ফেরেননি নীরজ। কুঁচকির চোট ভোগাচ্ছিল নীরজকে। সেই কারণেই চিকিৎসার জন্য জার্মানি যান ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। ব্রাসেলসের দিকে নজর সবার। নীরজ কী করেন সেটাই দেখার।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডায়মন্ড লিগের ফাইনালে নামার যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া।
  • ব্রাসেলসে ১৩ এবং ১৪ সেপ্টেম্বর ডায়মন্ড লিগের ফাইনাল হবে।
  • জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের পরে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিলেন নীরজ।
Advertisement