সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রবাসে মৃত্যু ভারতীয় ছাত্রের। এবার কানাডার (Canada) দক্ষিণ ভ্যাঙ্কুভারে গাড়ির ভিতর থেকে গুলিবিদ্ধ দেহ মিলল ২৪ বছরের এক যুবকের। কারা কেন হত্যা করল ওই যুবককে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত নেমেছে স্থানীয় প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম চিরাগ আন্তিল। ১২ এপ্রিল দুপুর বারোটা নাগাদ দক্ষিণ ভ্যাঙ্কুভারের পূর্ব ৫৫ নং অ্যাভিনিউর মূল রাস্তায় হঠাৎই গুলির শব্দ পান স্থানীয়রা। তাঁর ছুটে এসে দেখেন গাড়ির মধ্যে গুলিবিদ্ধ রক্তাক্ত যুবক। দ্রুত পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত খুনির হদিশ মেলেনি।
[আরও পড়ুন: ইজরায়েলে হামলা ইরানের, আপৎকালীন বৈঠক ডাকল রাষ্ট্রসংঘ! ফোনে কথা নেতানিয়াহু-বাইডেনের]
হরিয়ানার বাসিন্দা চিরাগ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ভ্যাঙ্কুভারে যান। পশ্চিম ইউনিভার্সিটি কানাডায় এমবিএ বিভাগে ভর্তি হন তিনি। কদিন আগেই ওই কোর্স সম্পূর্ণ হয়েছে। এর মধ্যেই ঘটে গেল অঘটন। চিরাগের ভাই রোমিত বলেন, 'আমার ভাই কোমল হৃদয়ের ছেলে। রোজ রাতে ফোনে কথা হত। হত্যাকাণ্ডের আগেও ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ওর সঙ্গে কারও সঙ্ঘাত বাধতে পারে না। ভীষণ শান্ত মানুষ ছিল।'
[আরও পড়ুন: প্রাণনাশের হুমকির মাঝেই ফের নিশানায় সলমন! ভাইজানের বাড়ির সামনে চলল গুলি]
কানাডায় ভারতীয় ছাত্রের মৃত্যুর কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রধান বরুণ চৌধুরী। এই বিষয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সাহায্য চান তিনি। বরুণ লেখেন, 'আমরা এই কঠিন সময়ে মৃতের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার জন্য বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ করছি।'