সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর ইডেনে চাঁদের হাঁট বসতে চলেছে। ভারতের মাটিতে আয়োজিত হওয়া প্রথম দিনরাতের টেস্টকে স্মরণীয় করতে ইতিমধ্যেই বেশ কয়েকটি চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। এবার ওই টেস্টের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসও আলাদাভাবে উদ্যোগ নিল ইডেন টেস্টের প্রথম দিনকে স্মরণীয় করে রাখার।
স্টার স্পোর্টসের তরফে ইডেন টেস্টের প্রথম দিন দেশের সমস্ত টেস্ট অধিনায়ককে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রণ জানানো হবে মহেন্দ্র সিং ধোনিকেও। স্টার স্পোর্টসের তরফে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। যাতে বলা হয়েছে, ইডেন টেস্টের প্রথম ও দ্বিতীয় দিন দেশের সমস্ত টেস্ট অধিনায়কদের আমন্ত্রণ জানানো হবে।
[আরও পড়ুন: রাজকোটে আছড়ে পড়বে সাইক্লোন ‘মহা’, ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে অনিশ্চয়তা]
জাতীয় সঙ্গীতের সময় বর্তমান ক্রিকেটার ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি প্রাক্তন অধিনায়কদেরও জাতীয় সঙ্গীতের সময় মাঠে লাইনে দাঁড় করানো হবে। তারপর সব ক্রিকেটারদের কমেন্ট্রি বক্সে পাঠানো হবে। সেখানে তাঁরা নিজেদের জীবনের সেরা টেস্ট ক্রিকেটীয় স্মৃতির কথা বলবেন। সেই সঙ্গে দেখানো হবে, তাদের জীবনের অন্যতম সেরা সাফল্যের কথা।
[আরও পড়ুন: কনফার্ম টিকিটেও বিমানে উঠতে পারলেন না, নেটদুনিয়ায় ক্ষোভ উগরে দিলেন গেইল]
অন্যান্য টেস্ট অধিনায়কদের পাশাপাশি ধোনিও আমন্ত্রিত থাকছেন। ইডেন টেস্টের প্রথম দিনই তাঁকে অতিথি ধারাভাষ্যকর হিসেবে কমেন্ট্রি বক্সে বসানো হতে পারে ধোনিকে। এসবই অবশ্য ধোনি রাজি হলে। মাহি রাজি হলে এই প্রথম তাঁকে কমেন্ট্রি বক্সে দেখা যাবে। শুধু তাই নয়, এর পাশাপাশি ইডেন টেস্টের তৃতীয় দিন ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সেরা জয় অর্থাৎ ২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ঐতিহাসেক জয়কেও সেলিব্রেট করা হবে। সেদিন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে হরভজন সিংরা সেই টেস্টের স্মৃতি শেয়ার করবেন। সৌরভ, লক্ষ্মণ এবং হরভজনের উপস্থিতি নিশ্চিত হলেও, দ্রাবিড় এবং কুম্বলে আসছেন কিনা সেটা অবশ্য এখনও নিশ্চিত নয়।
The post ইডেন টেস্টে আমন্ত্রিত দেশের সব টেস্ট অধিনায়ক, বিশেষ ভূমিকায় দেখা যাবে ধোনিকে! appeared first on Sangbad Pratidin.