সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্টের শুরুটা মোটেই ভাল হয়নি ভারতের। আমেরিকা, ইংল্যান্ডের বিরুদ্ধে হতাশাজনক ড্র, এবং ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হার দিয়ে গ্রুপ পর্ব শেষ হয় ভারতের। ভাগ্যক্রমে গ্রুপের বেড়া টপকে যান রানি রামপালরা। নক আউট পর্ব শুরু হতেই অবশ্য অন্য ভারতীয় দলকে দেখা গেল। ছন্দময়, সংঘবদ্ধ এবং দৃষ্টিনন্দন হকি উপহার দিল ভারতের মেয়েরা। যার ফলে ভারতের সামনে কার্যত দাঁড়াতেই পারল না ইতালি। ভারত জিতল ৩-০ গোলে।
[উইকেটকিপার থেকে সোজা স্টান্টম্যান ধোনি, দেখেছেন ভিডিওটি?]
গতকাল লন্ডনে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাল ভারতের মেয়েরা। ম্যাচের ৯ মিনিটেই প্রথম গোলটি পেয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতকে এগিয়ে দেন লালরেমসিয়ামি। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন নেহা গয়াল। ভারতের হয়ে তৃতীয় ও শেষ গোলটি ম্যাচের ৫৫ মিনিটে করেন বন্দনা কাতারিয়া। জয়ের ফলে ইতিমধ্যেই ইতিহাসের খাতায় নাম লিখে ফেলেছে ভারতীয় মহিলা হকি দল। ৪০ বছর পর হকি বিশ্বকাপের শেষ আটে জায়গা পেল ভারত। এর আগে ১৯৭৮ সালে মাদ্রিদে শেষবারের মত শেষ আটে খেলেছিল টিম ইন্ডিয়া। সেবারে ভারত টুর্নামেন্ট শেষ করে সপ্তম স্থানে। তারপর থেকে আর তেমন উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেনি ভারতীয় দল। গতবছরের টুর্নামেন্টে ভারতের অভিযান শেষ হয়েছিল গ্রুপ পর্বেই।
[অতীত বিশ্বকাপের ব্যর্থতা, হাল্কের সঙ্গে ছুটি কাটাচ্ছেন চনমনে মেসি]
কোয়ার্টারে স্থান পাওয়ার পর এখন নতুন ইতিহাসের হাতছানি রানি রামপালদের কাছে। ভারতের মহিলা হকির ইতিহাসে দ্বিতীয়বারের জন্য সেমিফাইনালে ওঠার সুযোগ পাচ্ছেন তারা। এর আগে ৪৪ বছর আগে ১৯৭৪ সালে ফ্রান্স বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল ভারতীয় দল। সেবারে ভারত টুর্নামেন্ট শেষ করেছিল চতুর্থ স্থানে। সেটাই এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতের মেয়েদের সেরা পারফরম্যান্স। সেই পারফম্যান্স টপকাতে গেলে আগে আয়ারল্যান্ডের বাধা টপকাতে হবে ভারতকে। গ্রুপ পর্বে এই আয়ারল্যান্ডের কাছেই হারতে হয়েছিল ভারতকে। যদিও, ব়্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে আইরিশরা।
The post মহিলা হকিতে ইতিহাসের হাতছানি, এবার সেমিতে নজর রানি রামপালদের appeared first on Sangbad Pratidin.