সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিদেশের মাটিতে অপমান করা হল ভারতীয় দেব-দেবীদের৷ তবে এবার লঙ্ঘন করা হল সমস্ত সীমা৷ মার্কিন মুলুকের একটি বিলাসবহুল পানশালায় ভারতীয় দেব-দেবীরা ঠাঁই পেলেন বাথরুমে৷ যা দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন এক প্রবাসী ভারতীয় মহিলা৷ সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার প্রতিবাদ করলেন তিনি৷ ইমেলের মাধ্যমে ক্ষোভের কথা জানালেন ওই পানশালা কর্তৃপক্ষকে৷
[‘আমেরিকার জন্য কানাকড়ি কাজও করেনি পাকিস্তান’, তোপ ট্রাম্পের]
অঙ্কিতা মিশ্র নামের ওই মহিলা জানান যে, কয়েকদিন আগে নিউ ইয়র্কে ‘হাউস অফ ইয়েস’ পানশালায় গিয়েছিলেন তিনি৷ বন্ধুদের সঙ্গে হই হুল্লোরের পর পানশালার বাথরুমে যান তিনি৷ কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখেন, তাতে প্রথমে অবাক হন, তারপর রাগ চরমে পৌঁছে যায় তাঁর৷ তিনি দেখেন, ওই পানশালার বাথরুমে পরপর লাগান রয়েছে ভারতীয় দেব-দেবী, শিব-কালী-সরস্বতী-গণেশ-ব্রহ্মার ছবি৷ এরপরেই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভের কথা জানান অঙ্কিতা৷ ইমেল করেন ওই পানশালা কর্তৃপক্ষকে৷ সেখানে তিনি লেখেন, এই কাজের মাধ্যমে কীভাবে ভারতীয় সংস্কৃতিকে অপমান করা হয়েছে এবং ভারতীয়দের বিশ্বাসে আঘাত করা হয়েছে৷ এখানেই শেষ নয়, প্রবাসী ওই মহিলা পাব কর্তৃপক্ষকে জানান, কেমনভাবে দুশো বছরের ব্রিটিশ শাসনের সঙ্গে লড়াই করেছেন ভারতীয়রা এবং রক্ষা করেছেন নিজেদের সংস্কৃতিকে৷
[জুকারবার্গের উদ্দেশে অশালীন টুইট করে বিতর্কে অভিনেতা জিম ক্যারি]
অঙ্কিতা ভেবেছিলেন, ওই ইমেলের উত্তর দেবেন না পানশালা কর্তৃপক্ষ৷ কিন্তু, উত্তর পান তিনি৷ যা আরও বেশি অবাক করে তাঁকে৷ পালটা ইমেলে ওই পানশালার অন্যতম কর্ণধার কেই বুর্ক লেখেন, “পানশালার সাজসজ্জার আগে সঠিক পড়াশোনা ও রিসার্চ না করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত অঙ্কিতা৷ ‘হাউস অফ ইয়েস’-এ আপনার সংস্কৃতিকে এমন অপমানের মুখে পড়তে হয়েছে, তার জন্যও আমি দুঃখিত৷ আপনার অভিযোগ আমি বুঝতে পেরেছি৷ শীঘ্রই ওই বাথরুমকে নতুন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করব আমরা৷ হ্যালুইন নাইট পর্যন্ত আমাদের একটু সময় দিন৷ যদি আপনি বলেন, তবে আমরা দেওয়ালে রঙ করে দেব৷” পানশালা কর্ণধারের এই ইমেলের আরও একটি পালটা ইমেল করেন অঙ্কিতা মিশ্র নামের ওই প্রবাসী মহিলা৷ সেখানে তিনি ধন্যবাদ জানান, পানশালা কর্তৃপক্ষকে৷
The post মার্কিন পানশালার বাথরুমে হিন্দু দেবতাদের ছবি, প্রতিবাদ প্রবাসী ভারতীয়র appeared first on Sangbad Pratidin.