shono
Advertisement

মহিলা এশিয়া কাপ: বোলারদের দাপটে তছনছ থাইল্যান্ড, ৯ উইকেটে জয় ভারতের

আগেই এশিয়া কাপের সেমিফাইনালে পৌছে গিয়েছে ভারত।
Posted: 02:40 PM Oct 10, 2022Updated: 03:17 PM Oct 10, 2022

থাইল্যান্ড: ৩৭ (স্নেহ রানা ৩-৯, রাজেশ্বরী ২-৮)
ভারত: ৪০/১ (মেঘানা ২০, পূজা বস্ত্রকর ১২)
ভারত ৯ উইকেটে জয়ী। 
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2022) সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল  ভারত। নিয়মরক্ষার ম্যাচে থাইল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৩৭ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। অল্প রান তাড়া করতে নেমে সহজেই ম্যাচ জিতে যায় ভারত। যদিও হারাতে হয় একটি উইকেট। প্রসঙ্গত, পাকিস্তানকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল এই থাইল্যান্ড দলটাই। 

Advertisement

এশিয়া কাপের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স করেছে ভারতের মহিলা দল (India Women’s Team)। পাকিস্তান ছাড়া প্রত্যেকটি দলকেই হারিয়েছে তারা। তবে টুর্নামেন্টের প্রত্যেক ম্যাচেই ভারতের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। সোমবারের ম্যাচেও বিশ্রাম দেওয়া হয়েছিল ভারত অধিনায়ক হরমনপ্রীত কউরকে (Harmanpreet Kaur)। সেই সঙ্গে রেণুকা সিং, রাধা যাদব ও দয়ালন হেমলতাকেও দলের বাইরেই রাখা হয়। থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেন স্মৃতি মন্ধানা।

[আরও পড়ুন: ক্যাসিয়াস সমকামী? কার্লোস পুওলও! টুইট নিয়ে বিতর্ক দানা বাঁধতেই মুখ খুললেন দুই তারকা]

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্মৃতি। মাঠে নেমেই ভারতের বোলাররা বুঝিয়ে দেন, অধিনায়কের সিদ্ধান্ত কতখানি সঠিক ছিল। থাইল্যান্ডের ওপেনার নান্নাপাত কোনচারোয়েঙ্কাই একমাত্র দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। মাত্র ১৬ ওভারে শেষ হয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে সেরা ছিলেন স্নেহ রানা। চার ওভারে মাত্র ৯ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি। দু’টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়।

বোলারদের দাপটের পাশাপাশি দুরন্ত পারফর্ম করেন ভারতীয় ফিল্ডাররাও। রান আটকানোর সঙ্গে অসাধারণ দু’টি রান আউটও করেন দীপ্তি-মেঘানারা। রান তাড়া করতে নেমে একেবারেই সমস্যায় পড়তে হয়নি ভারতকে। আক্রমণ করতে গিয়ে আউট হয়ে যান ভারতের ওপেনার শেফালি ভার্মা। তবে সহজেই ৩৮ রানের টার্গেট ছুঁয়ে ফেলে ভারত। ভারতের পাশাপাশি এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তানও।

[আরও পড়ুন: ক্রিকেটের টানে ছেড়েছিলেন ইঞ্জিনিয়ারিং, মনোজ-অরুণের হাত ধরেই উত্থান শাহবাজের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement