ভারত: ১২১/৫
পাকিস্তান: ১০৪/৬
১৭ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো ট্রফি জয়, তাও আবার পাকিস্তানকে হারিয়ে৷ মিতালি রাজদের জন্য এর চেয়ে ভাল সুপারসানডে আর কী-ই বা হতে পারে! গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা ক্রিকেট দল৷ এই নিয়ে টানা ছ’বার এশিয়া সেরার শিরোপা উঠল টিম ইন্ডিয়ার মাথায়৷
চলতি বছরের গোড়ায় এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আফ্রিদিদের পরাস্ত করেছিলেন ধোনিরা৷ সেই আনন্দের স্মৃতিই এদিন ফিরিয়ে দিলেন মিতালিরা৷ গ্রুপ পর্বেও পাকিস্তানকে হারিয়েছিলেন ঝুলন গোস্বামীরা৷ সেবার ৯৭ রানে পাকিস্তানের ইনিংস শেষ করে দিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতেছিল ভারত৷ আর এদিন পাকিস্তানকে একাই মাটি ধরিয়ে দিলেন অধিনায়ক মিতালি রাজ৷ ঠান্ডা মাথায় অপরাজিত ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি৷ যদিও ব্যাট হাতে বাকিদের পারফরম্যান্স বেশ হতাশাজনক৷ ২০ ওভার শেষে স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে দলের ১২১ রান৷ যা তাড়া করতে নেমে ব্যর্থ হয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান৷ জাভেরিয়া খান (২২), বিসমল মেহরুফরা (২৫) চেষ্টা করেও সফল হননি৷ একতা বিস্ত তুলে নেন দু’টি উইকেট৷মিতালীদের টুইট করে অভিনন্দন জানালেন জাদেজা, শেহবাগরা৷
এর আগে এই টুর্নামেন্টে বাংলাদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল অপ্রতিরোধ্য ভারত৷ নেপালকে আবার ২১ রানে অলআউট করে নজির গড়েছিলেন গতবারের চ্যাম্পিয়নরা৷ ব্যাংককে ফাইনালেও স্বমহিমায় নিজেদের বিজয় ঝান্ডা ওড়াল ভারতীয় প্রমীলাবাহিনী৷
The post পাকিস্তানকে দুরমুশ করে এশিয়া সেরা ভারতীয় মহিলা ক্রিকেট দল appeared first on Sangbad Pratidin.