shono
Advertisement

Breaking News

জমা পড়েছে কত ২ হাজার টাকার নোট? জানাল RBI

গত মে মাসে RBI জানিয়েছিল, জমা করতে হবে সমস্ত দু'হাজারের নোট।
Posted: 08:33 PM Sep 01, 2023Updated: 08:38 PM Sep 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:গত মে মাসেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) ঘোষণা করেছিল, কারও কাছে ২০০০ টাকার (2,000 Rupee) নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাংকে জমা করে দিতে হবে। এরপর কেটে গিয়েছে তিন মাসেরও বেশি সময়। অবশেষে শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দিল, ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে ৯৩ শতাংশ নোট। সব মিলিয়ে ৩.৩২ ট্রিলিয়ন টাকার নোট হাতে এসে গিয়েছে বলেই জানানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, মে মাসে বিজ্ঞপ্তি দিয়ে আরবিআই জানিয়ে দেয়, সমস্ত ২ হাজার টাকার নোট জমা করতে হবে ব্যাংকে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাংকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। এমন ঘোষণার পরই ক্র্যাশ করে যায় রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট। নতুন করে নোট ‘বন্দি’র আতঙ্ক ছড়িয়ে পড়ে আমজনতার মধ্যেও।

[আরও পড়ুন: ১২ বছরের কিশোরীর শরীরে সিগারেটের ছ্যাঁকা, গরম তাওয়া দিয়ে মারধর! কাঠগড়ায় দম্পতি]

পরে অবশ্য জানা যায়, ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০ টাকার নোটকে বৈধ মুদ্রা বলেই গণ্য করা হবে। অর্থাৎ ব্যাংক থেকে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে এই নোট বৈধ বলেই ধরা হবে।

[আরও পড়ুন: ভিডিও শুট করে ইউটিউবে আপলোডের টোপ! রিসর্টে ডেকে উঠতি মডেলকে ‘গণধর্ষণ’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement