shono
Advertisement

‘লকডাউনে খুব বেশি লাভ হয়নি, আরও খারাপ সময় আসছে’, আশঙ্কা এইমসের ডিরেক্টরের

আগামী দিনে আরও বাড়বে সংক্রমণের গতি, বলছেন ডা. রণদীপ গুলেরিয়া। The post ‘লকডাউনে খুব বেশি লাভ হয়নি, আরও খারাপ সময় আসছে’, আশঙ্কা এইমসের ডিরেক্টরের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:31 AM Jun 07, 2020Updated: 11:31 AM Jun 07, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন প্রত্যাহার করে আনলক শুরু করার পর থেকেই দেশে প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই ১০ হাজারের কাছাকাছি মানুষ নতুন করে COVID-19 এর কবলে পড়ছেন। দেশে মৃতের সংখ্যাটাও প্রায় সাত হাজারে গিয়ে ঠেকেছে। কিন্তু এটাই নাকি শেষ নয়। আরও কঠিন সময় ভারতের জন্য অপেক্ষা করে আছে। আর কেউ নয়, এই আশঙ্কা প্রকাশ করেছেন খোদ এইমসের (AIIMS) ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া। তাঁর আশঙ্কা ভারতের যা জনসংখ্যা, তাতে আগামী দিনে আরও দ্রুতহারে বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এইমসের ডিরেক্টর বলছেন, “সত্যি বলতে, ভারতের সবচেয়ে খারাপ সময় এখনও আসেনি। আর হ্যাঁ, সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে। কিন্তু সেটা প্রত্যাশিত। কারণ, ভারতের এই বিশাল জনসভা। ভারতকে ইউরোপের দেশগুলির সঙ্গে তুলনা করাটা উচিৎ হবে না। ভারতের জনসংখ্যা ইউরোপের দু’তিনটে দেশের মিলিত জনসংখ্যার থেকেও বেশি।” তবে সংক্রমণের হার বাড়লেও, দেশে মৃত্যুর হার যে ইউরোপের দেশগুলির তুলনায় অনেকটাই কম, সেটা এদিন মনে করিয়ে দিয়েছেন এইমসের ডিরেক্টর।

[আরও পড়ুন: একদিনে ফের রেকর্ড, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে স্পেনকেও টপকে গেল ভারত]

ওই সাক্ষাৎকারে দেশে লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন করা হলে ডাঃ ডা. রণদীপ গুলেরিয়া (Dr Randeep Guleria) বলেন,”লকডাউন ব্যর্থ হয়নি। তবে এর ফলে আমরা বিরাট কিছু লাভবানও হইনি। মানুষ লকডাউন ততটা গুরুত্ব দিয়ে পালন করেনি। ফলে লকডাউনের পরও সংক্রমিতের সংখ্যাটা খুব একটা কমেনি।” এইমসের ডিরেক্টরের আশঙ্কা, দেশের অন্তত ১০-১২ টি শহরে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। তিনি বলছেন,” মুম্বই, দিল্লির মতো শহরগুলিতে সম্ভবত স্থানীয় সংক্রমণ হচ্ছে। আরও ১০-১২টা শহর আছে, যেখানে স্থানীয় সংক্রমণ হতে পারে।” ডা. গুলেরিয়া আরও আশঙ্কা করছেন, দেশের সব প্রান্তে করোনা একসঙ্গে প্রভাব নাও ফেলতে পারে। বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বাড়তে পারে এর প্রকোপ। ফলে সচেতনতা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই।

The post ‘লকডাউনে খুব বেশি লাভ হয়নি, আরও খারাপ সময় আসছে’, আশঙ্কা এইমসের ডিরেক্টরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement