shono
Advertisement

দেশে একদিনে সংক্রমিত প্রায় ৫৫ হাজার, মোট আক্রান্তের সংখ্যা সতেরো লক্ষ পার

একই সময়ে মৃত্যু ৮৫৩ জনের। The post দেশে একদিনে সংক্রমিত প্রায় ৫৫ হাজার, মোট আক্রান্তের সংখ্যা সতেরো লক্ষ পার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:02 AM Aug 02, 2020Updated: 10:12 AM Aug 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংক্রমণে রাশ টানা দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফের দেশে করোনা সংক্রমিত (Corona Positive) ৫০ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে সাড়ে আটশো জনের। ফলে এক লাফে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষের গণ্ডি পার করল। মৃত্যুও বেড়ে দাঁড়াল ৩৭ হাজার ৩৬৪ জন। তবে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতাও। ইতিমধ্যে প্রায় সাড়ে ১১ লক্ষ মানুষ এই মহামারীকে জয় (COVID Warriors)) করে বাড়ি ফিরে গিয়েছেন। 

Advertisement

গোটা দেশে আনলক-৩’এর (Unlock-3) নিয়মকানুন কার্যকর হয়েছে। উঠে গিয়েছে নাইট কারফিউ । খুলেছে জিম-যোগাসন কেন্দ্র। এদিকে ছাড়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা (Corona Virus) সংক্রমণের হারও। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health and Family Welfare Ministry) সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৩৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। প্রতিদিন এই বাড়তে থাকা মৃতের সংখ্যা কেন্দ্রকে যে চাপে রাখবে তা বলার অপেক্ষা রাখে না। তবে কেন্দ্রের দাবি, দেশে মৃত্যু অনেকটাই কম। তাই ভেন্টিলেটর রপ্তানিতে সায় দিয়েছে কেন্দ্র। 

[আরও পড়ুন : এবার উত্তরাখণ্ডের লিপুলেখে ঘাঁটি গাড়ল লালফৌজ, চিনের মতলব ভাল নয় বলছে সেনা]

তবে দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের (Corona Active) সংখ্যা অনেকটাই কম। দ্রুত সেরে উঠছেন আক্রান্তরা। যার ফলস্বরুপ দেশে সুস্থ হয়ে ওঠা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৪৫ হাজার ৬৩০ জন। সেখানে মোট অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬৭ হাজার ৭৩০ জন। 

The post দেশে একদিনে সংক্রমিত প্রায় ৫৫ হাজার, মোট আক্রান্তের সংখ্যা সতেরো লক্ষ পার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement